সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে মঙ্গলবার জানিয়েছেন, ভারতকে ভবিষ্যতের সন্ত্রাসবাদ ও অভ্যন্তরীন নানা হুমকির মুখোমুখি হতে হবে। আর ভারতের সুরক্ষা বাহিনী সংগঠিতভাবে তার মোকাবিলা করবে। অল ইন্ডিয়া পুলিশ কমান্ডো কম্পিটিশনের উদ্বোধনের পরে তিনি এনিয়ে মুখ খুলেছিলেন।
জেনারেল পান্ডে জানিয়েছেন, ড্রোন, ইন্টারনেট, সাইবার স্পেস, সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে নতুন যুগের প্রযুক্তি ভারতের সেনাকে আরও শক্তিশালী করেছে। তিনি বলেন, আপনারা সকলেই জানেন, সন্ত্রাসবাদ ও অভ্যন্তরীন নিরাপত্তাজনিত সমস্যা আমাদের দেশকে নানাভাবে প্রভাবিত করেছে। আমাদের ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তবে এই সুরক্ষা ব্যবস্থা নানাভাবে উন্নত হয়েছে আমাদের দেশে। ভবিষ্যতেও আমাদের এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কিছু চ্যালেঞ্জ দীর্ঘদিন ধরে থাকবে। কিছু চ্যালেঞ্জ পরোক্ষে দেশের উপর থাকবে। কিছু গোপনে আমাদের উপর থাকবে।
এর সঙ্গেই তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদী হামলার যে সম্ভাবনা দেশে রয়েছে তাকে উড়িয়ে দেওয়া যায় না। তবে ভারতীয় সুরক্ষা বাহিনীর দক্ষতা ও ইনটেলিজেন্সের প্রশংসা করেন তিনি।
তিনি এনএসজির প্রশংসা করেন। তারা বোম্ব ডিটেকশন, ড্রোনকে প্রতিহত করা সহ অন্যান্য এজেন্সির সঙ্গে সমণ্বর রক্ষা করে তারা কাজ করে বলে তিনি জানিয়েছেন। এই প্রতিযোগিতায় সব মিলিয়ে বিভিন্ন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর ২৪টি টিম অংশ নিয়েছে। রাজ্য পুলিশও অংশ নিয়েছে এই অনুষ্ঠানে। আগামী ৩১ মার্চ এই অনুষ্ঠানের শেষ হবে।
এদিকে এর আগে ভারতের বুকে একাধিকবার জঙ্গি হানা হয়েছিল। তবে ভারতের বাহিনী অত্যন্ত দ্রুততা ও দক্ষতার সঙ্গে সেই হামলার মোকাবিলা করেছে। অন্যদিকে কাশ্মীরেও জঙ্গি দমনে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয় সুরক্ষা বাহিনী। দেশের সুরক্ষার প্রতি তাঁদের সদাসতর্ক নজর রয়েছে। এমনকী বর্তমানে প্রযুক্তিগত দিক থেকেও এজেন্সিগুলি আগের থেকে সবদিক থেকে উন্নত। অন্যদিকে জঙ্গি হানার হাত থেকে ভারতের সাধারণ মানুষকে রক্ষা করতে সদা তৎপর ভারতের সুরক্ষা বাহিনী। সীমান্ত সহ ভারতের অভ্যন্তরীন ক্ষেত্রে সবরকমভাবে সতর্ক রয়েছে ভারতের বাহিনী।