বাংলা নিউজ > ঘরে বাইরে > Presidential Elections 2022: রাষ্ট্রপতি নির্বাচনে বাজিমাতের চেষ্টা! দিল্লি পৌঁছেই পাওয়ার সঙ্গে বৈঠক মমতার

Presidential Elections 2022: রাষ্ট্রপতি নির্বাচনে বাজিমাতের চেষ্টা! দিল্লি পৌঁছেই পাওয়ার সঙ্গে বৈঠক মমতার

দিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনে মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে তৃণমূল কংগ্রেস)

Presidential Elections 2022: সূত্রের খবর, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শরদ পাওয়ারের মধ্যে আলোচনা হয়েছে। তারইমধ্যে বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক ডেকেছেন মমতা।

এক সেকেন্ডও নষ্ট করলেন না। দিল্লিতে পৌঁছেই এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দুই বর্ষীয়ান রাজনীতিবিদের মধ্যে আলোচনা হয়েছে।

তারইমধ্যে বুধবার কনস্টিটিউশন ক্লাবে বৈঠক ডেকেছেন মমতা। সেই বৈঠকে হাজির থাকতে পারেন বিভিন্ন দলের বিরোধী নেতারা। তৃণমূলের একাংশের দাবি, রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থীকে জেতানোর জন্য এনডিএয়ের হাতে পর্যাপ্ত সংখ্যা নেই। সেই পরিস্থিতিতে শাসক দলকে বেগ দিতে বিরোধী ঐক্য গড়ে তোলার চেষ্টা করছেন মমতা। সেই বৈঠকের মাধ্যমে আদতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যের সলতে পাকানোর কাজও শুরু করা হবে।

আরও পড়ুন: মমতার বৈঠকে থাকছে কংগ্রেস, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বাঁধছে বিরোধী জোট

রাষ্ট্রপতি নির্বাচন কবে হবে?

আগামী ২৪ জুলাই রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে। নিয়ম অনুযায়ী, সেই দিনের আগে রাষ্ট্রপতির নির্বাচন করতে হবে। তারপর আগামী ২৫ জুলাইয়ের মধ্যে শপথগ্রহণ করতে হবে নয়া রাষ্ট্রপতিকে। সেই পরিস্থিতিতে রাষ্ট্রপতির নির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। 

গত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১৮ জুলাই হবে রাষ্ট্রপতির নির্বাচন। তিনদিন পর (আগামী ২১ জুলাই) প্রয়োজন হলে ভোটের গণনা হবে। ২৯ জুন পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, '২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৪,৮০৯ ইলেক্টরাল। কোনও রাজনৈতিক দল নিজেদের সদস্যকে ভোট দেওয়ার জন্য উইপ জারি করতে পারবে না।'

বন্ধ করুন