বর্তমানে বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকা। আর তাতেই স্থান পেলেন পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক।
গত ১৯ অক্টোবর ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করে। তাতে বর্তমান বিশ্বের শ্রেষ্ঠতম ২% বিজ্ঞানীর নাম উল্লেখিত হয়।
এই তালিকাতেই নাম রয়েছে ড. মধুমঙ্গল পাল এবং ড. শঙ্কর কুমার রায়ের। দুজনেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক। ড. মধুমঙ্গল পালের স্নাতক স্তরের বীজগণিতের বই, ইঞ্জিনিয়ারিংয়ের গণিতের বই বেশ জনপ্রিয়।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু জানিয়েছেন, ‘এটি সত্যিই গর্বের বিষয়। জগৎসভায় আলোকিত হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নাম।’
প্রসঙ্গত এর আগেও, 'বিশ্ববিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়' তালিকায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন অধ্যাপক তথা গবেষক স্থান পেয়েছিলেন।
এই একই তালিকায় ভারতের সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ২৯ জন বিজ্ঞানী বা গবেষকদের নাম রয়েছে এই তালিকায়। দ্বিতীয় স্থানে রয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। তবে এগুলি গবেষণার নিরিখে।
শিক্ষার দিক থেকে দেশের মধ্যে ১ নম্বর স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স বেঙ্গালুরু।