বাংলা নিউজ > ঘরে বাইরে > Protest Against CAA: সিএএ মানব না, বিক্ষোভ জামিয়া-তে, অশান্তি এড়াতে আগাম নির্দেশিকা জেএনইউতে

Protest Against CAA: সিএএ মানব না, বিক্ষোভ জামিয়া-তে, অশান্তি এড়াতে আগাম নির্দেশিকা জেএনইউতে

সিএএ প্রত্যাহারের দাবিও উঠছে। (File Photo) (HT_PRINT)

সিএএ নিয়ে গোটা দেশজুড়েই যে শুধুই খুশির জোয়ার তেমনটা নয়। একাধিক বিশ্ববিদ্যালয়ে এনিয়ে ক্ষোভের আঁচ উঠতে পারে। তবে এনিয়ে আগাম সতর্ক পুলিশ ও কর্তৃপক্ষ। 

গোটা দেশজুড়ে লাগু করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। এদিকে সেই আইন কার্যকর করার প্রতিবাদে এবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের সম্ভাবনা দেখা দিয়েছে। জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাসেও এনিয়ে বিক্ষোভ দানা বেঁধেছে। তবে অশান্তি যাতে না হয় সেকারণে দ্রুত সেখানে পুলিশ মোতায়েন করা হয়। জামিয়া কর্তৃপক্ষও নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করছে।

এসবের মধ্য়েই জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়েও আন্দোলন দানা বাঁধতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। তবে এনিয়ে আগাম সতর্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্য়েই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সতর্ক থাকার জন্য বিশেষ নির্দেশ জারি করেছে। তবে সিএএ-র কথা উল্লেখ না করে ছাত্র ভোটের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সংসদ ভোটের আগে যাতে কোনওভাবেই এই ধরনের অশান্তি না হয়ে সেটা দেখার জন্য় বলা হয়েছে।

সোমবারই দেশ জুড়ে সিএএ-২০১৯ কার্যকরা করা হয়েছে। চার বছর আগে এই আইন পাশ করা হয়েছিল। এরপর এতদিনে সেই আইনের নোটিফিকেশন জারি করা হল।

জেএনইউ যে নির্দেশিকা জারি করেছে সেখানে লেখা হয়েছে, ক্যাম্পাসে ছাত্র ভোট উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে ছাত্র সংগঠনগুলি। সেক্ষেত্রে সমস্ত পক্ষকে বলা হচ্ছে আপনারা সজাগ থাকবেন। ক্যাম্পাসে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য় প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

সেই সঙ্গেই বলা হয়েছে, প্রশাসন ক্যাম্পাসে যেকোনও ধরনের অশান্তি মানবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একেবারে জিরো টলারেন্স। অশান্তি হতে পারে সেই ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার ব্যাপারে আবেদন করা হয়েছে। সব মিলিয়ে সিএএ-কে কেন্দ্র করে যাতে কোনওভাবেই অশান্তি না ছড়ায় সেটা নিশ্চিত করার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে সিএএ লাগু হওয়ার পর থেকেই পুলিশ দিল্লির উত্তর পূর্ব অংশে একাধিক পয়েন্টকে চিহ্নিত করেছে। অন্তত ৪৩টি হটস্পটকে চিহ্নিত করা হয়েছে। সেই এলাকাগুলি হল জাফরবাদ,মুস্তাফাবাদ, ভজনপুরা, সীলমপুরা, খাজুরিখাস, সীমাপুরী এলাকার উপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে।

এদিকে সংবাদ সংস্থা পিটিআই পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আধা সামরিক বাহিনী নজর রাখছে। রাতের টহলদারি বৃদ্ধি করা হয়েছে। উত্তরপূর্ব দিল্লিতে অন্তত ৪৩টি হটস্পটকে চিহ্নিত করা হয়েছে। এদিকে শাহিনবাগ, জামিয়া নগর সহ একাধিক সংবেদনশীল এলাকায় টহলদারি চলছে। মূলত অশান্তি এড়াতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

পরবর্তী খবর

Latest News

শিল্পা শিন্ডেকে চ্যালেঞ্জ, এই বয়সেও ডুব সাঁতারে তাক লাগালেন জ্যাকি শ্রফ প্রতিবাদ মিছিলে পেলেন উৎসবের উপহার, লেখা 'মেরুদণ্ড বিক্রি নেই', ঊষসী বলছেন… ‘‌উস্কানিদাতা সিনিয়রদের পুজোয় দেশ–বিদেশের টিকিট কাটা’‌, তথ্য ফাঁস কুণালের ‘মেয়ের বয়সী’ অভিকার সঙ্গে প্রেমের গুঞ্জনে বিরক্ত অর্ক, দুজনের বয়সের ফারাক জানেন? ১০২ জ্বরও দমাতে পারল না শার্দুলকে, হাসপাতালের বেড থেকে মাঠে ফিরেই হাতে নিলেন বল! জরায়ুর ক্যানসার প্রতিরোধকারী মাশরুম আর কোন কোন রোগের সঞ্জীবনী জানেন? দেখে নিন গলছে বরফ? SCO সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই পাকিস্তান যাচ্ছেন বিদেশমন্ত্রী জয়শংকর চরম নাটক মারাঠা সচিবালয়ে, একাধিক বিধায়ক সহ ডেপুটি স্পিকারের ঝাঁপ ৪ তলা থেকে! দাড়িভিটের নিহত ২ ছাত্রকে ভাষা শহিদের স্বীকৃতি দিন, মমতাকে চিঠি লিখলেন সুকান্ত দুর্গাপুজো শেষ হলেই শুরু হয়ে যাবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ঘোষণা গিল্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.