গোটা দেশজুড়ে লাগু করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। এদিকে সেই আইন কার্যকর করার প্রতিবাদে এবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের সম্ভাবনা দেখা দিয়েছে। জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাসেও এনিয়ে বিক্ষোভ দানা বেঁধেছে। তবে অশান্তি যাতে না হয় সেকারণে দ্রুত সেখানে পুলিশ মোতায়েন করা হয়। জামিয়া কর্তৃপক্ষও নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করছে।
এসবের মধ্য়েই জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়েও আন্দোলন দানা বাঁধতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। তবে এনিয়ে আগাম সতর্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্য়েই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সতর্ক থাকার জন্য বিশেষ নির্দেশ জারি করেছে। তবে সিএএ-র কথা উল্লেখ না করে ছাত্র ভোটের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সংসদ ভোটের আগে যাতে কোনওভাবেই এই ধরনের অশান্তি না হয়ে সেটা দেখার জন্য় বলা হয়েছে।
সোমবারই দেশ জুড়ে সিএএ-২০১৯ কার্যকরা করা হয়েছে। চার বছর আগে এই আইন পাশ করা হয়েছিল। এরপর এতদিনে সেই আইনের নোটিফিকেশন জারি করা হল।
জেএনইউ যে নির্দেশিকা জারি করেছে সেখানে লেখা হয়েছে, ক্যাম্পাসে ছাত্র ভোট উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে ছাত্র সংগঠনগুলি। সেক্ষেত্রে সমস্ত পক্ষকে বলা হচ্ছে আপনারা সজাগ থাকবেন। ক্যাম্পাসে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য় প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
সেই সঙ্গেই বলা হয়েছে, প্রশাসন ক্যাম্পাসে যেকোনও ধরনের অশান্তি মানবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একেবারে জিরো টলারেন্স। অশান্তি হতে পারে সেই ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার ব্যাপারে আবেদন করা হয়েছে। সব মিলিয়ে সিএএ-কে কেন্দ্র করে যাতে কোনওভাবেই অশান্তি না ছড়ায় সেটা নিশ্চিত করার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে সিএএ লাগু হওয়ার পর থেকেই পুলিশ দিল্লির উত্তর পূর্ব অংশে একাধিক পয়েন্টকে চিহ্নিত করেছে। অন্তত ৪৩টি হটস্পটকে চিহ্নিত করা হয়েছে। সেই এলাকাগুলি হল জাফরবাদ,মুস্তাফাবাদ, ভজনপুরা, সীলমপুরা, খাজুরিখাস, সীমাপুরী এলাকার উপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে।
এদিকে সংবাদ সংস্থা পিটিআই পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আধা সামরিক বাহিনী নজর রাখছে। রাতের টহলদারি বৃদ্ধি করা হয়েছে। উত্তরপূর্ব দিল্লিতে অন্তত ৪৩টি হটস্পটকে চিহ্নিত করা হয়েছে। এদিকে শাহিনবাগ, জামিয়া নগর সহ একাধিক সংবেদনশীল এলাকায় টহলদারি চলছে। মূলত অশান্তি এড়াতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে।