বাংলা নিউজ > ঘরে বাইরে > রাহুলের সঙ্গে সাক্ষাৎ পাইলটের, ‘অসন্তোষ’ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করছে কংগ্রেস

রাহুলের সঙ্গে সাক্ষাৎ পাইলটের, ‘অসন্তোষ’ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করছে কংগ্রেস

পাইলটের যা যা সমস্যা আছে, তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

কংগ্রেসের তরফে বলা হয়েছে, ‘কংগ্রেস দল এবং রাজস্থানে কংগ্রেস সরকারের স্বার্থে কাজ করার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন পাইলট।’

পুরো জয় হয়নি। তবে বরফ যে অনেকটাই গলেছে, তা সোমবার বিকেলের পর আরও স্পষ্ট হল। কারণ দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করলেন সচিন পাইলট। একইসঙ্গে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকও করেন তিনি। এমনটাই জানিয়েছেন বিষয়টির সঙ্গে অবহিত নেতারা।

পাইলট ক্যাম্পের এক নেতা ‘হিন্দুস্তান টাইমস’-এর কাছে বৈঠকের কথা স্বীকার করে জানান, সোমবার বেলা ১২ টার দিল্লির তুঘলক রোডে রাহুলের বাসভবনে বৈঠক হয়েছে। সেখানে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। ওই নেতা বলেন, ‘(অশোক) গেহলট সরকারের (শেষ)দিন বাঁচিয়ে দিলেন গান্ধীরা। তাঁরা আশ্বস্ত করেছেন, পাইলটের যা যা সমস্যা আছে, তা খতিয়ে দেখা হবে।’  

বৈঠকের বিষয়ে অবহিত অপর এক নেতা ‘হিন্দুস্তান টাইমস’-কে জানিয়েছেন, গেহলট ও পাইলটের মধ্যে যে অমীমাংসিত সমস্যা আছে, তা খতিয়ে দেখার জন্য একটি কমিটিও গঠন করা হতে পারে। যে দুই নেতার মধ্যে ২০১৮ সালে ডিসেম্বর থেকেই বিবাদ চলছে। পরে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনও করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। সচিন-সহ রাজস্থানের বিদ্রোহী বিধায়কদের অভাব-অভিযোগ খতিয়ে দেখবে তিন সদস্যের সেই কমিটি। 

সোমবার সারাদিনই একের পর এক বৈঠকের মাধ্যমে ‘সন্ধি চুক্তি'-র প্রয়াস জারি রেখেছিল দু'পক্ষই। তারইমধ্যে রাজস্থানের রাজনৈতিক মহলে এখন সবথেকে বড় প্রশ্ন হল - পাইলট কি রাজস্থানে ফিরে যাবে নাকি তাঁকে কংগ্রেসের কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়া হবে? আগামী ১৪ অগস্ট থেকে শুরু হতে চলা বিধানসভার অধিবেশনে পাইলট যাবেন কিনা, সে বিষয়ে প্রশ্ন করায় রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর অনুগামী বলেন, ‘সেটা ১৪ তারিখ আছে। তাই হাতে সময় আছে। আমরা শীঘ্রই ঘোষণা করব।’

রাহুল-সচিন বৈঠকের পর সন্ধির বিষয়ে বেশ আশাবাদী কংগ্রেসের একাংশ। সম্ভাব্য সন্ধি চুক্তি নিয়ে আশা প্রকাশ করে এক বর্ষীয়ান কংগ্রেস নেতা বলেন, ‘তাঁরা যখন দেখা করেছেন, তখন একটি ইতিবাচক ফল অনুমেয়।’

সেই নেতার অনুমান যে ভুল নয়, তা সন্ধ্যার দিকে কংগ্রেসের একটি বিবৃতিতে স্পষ্ট হয়ে উঠেছে। সেই বিবৃতিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল বলেন, ‘কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন সচিন পাইলট এবং বিস্তারিতভাবে নিজের অভাব-অভিযোগ জানিয়েছেন। তাঁদের একটি খোলামেলা এবং গঠনমূলক বৈঠক হয়েছে। কংগ্রেস দল এবং রাজস্থানে কংগ্রেস সরকারের স্বার্থে কাজ করার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন পাইলট। সেই বৈঠকের পর কংগ্রেসের (অন্তর্বর্তীকালীন) সভাপতি সোনিয়া গান্ধী সিদ্ধান্ত নিয়েছেন, সচিন পাইলট এবং ব্যথিত বিধায়করা যে অভাব-অভিযোগ জানিয়েছেন, তা খতিয়ে দেখার জন্য কংগ্রেস একটি তিন সদস্যের কমিটি গঠন করবে। যা উপযুক্ত সমাধানে পৌঁছাবে।’

পরবর্তী খবর

Latest News

সারাক্ষণ ‘ন্যাকামো’, মা বাবাকে তুই-তোকারি দুই বোনের! ট্রোলে কী জবাব অলকানন্দার ডায়াবিটিস রোগীদের জন্য সেরা খাবার কী কী? জানালেন পুষ্টিবিদ মকর সংক্রান্তিতে ১২ বছর পরে তৈরি হচ্ছে নবপঞ্চম যোগ, টাকার বৃষ্টি হবে ৩ রাশির উপর কর্পোরেট সংস্থার মত ভ্যারিয়েবল পে চালু করতে চায় BCCI,খারাপ খেললেই টাকা কাটা যাবে আজ ব্যাঙ্ক ও সরকারি অফিস বন্ধ কলকাতা-সহ বাংলায়? সরস্বতী পুজোয় ছুটি থাকবে? সীমান্ত ইস্যু নিয়ে উত্তেজনার মধ্যেও ভারত থেকে ১.৫ লক্ষ টন ডিজেল কিনবে বাংলাদেশ গম্ভীরকে সরিয়ে টেস্টে কোচ করা হোক লক্ষ্মণকে! BCCI-কে পরামর্শ পানেসরের শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত খো খো বিশ্বকাপ, প্রথম ম্যাচে জয় ভারতের স্বাস্থ্যমন্ত্রী মমতাকে কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া উচিত: শুভেন্দু সাম্প্রতিক পারফরমেন্সে চাপে থাকবে ভারত! মেগা দ্বৈরথে এগিয়ে পাকিস্তান, মত আমিরের

IPL 2025 News in Bangla

ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.