বাংলা নিউজ > ঘরে বাইরে > ভালো সাড়া ঘরোয়া বাজারে, ক্যাম্পা কোলাকে বিদেশে বিক্রির পরিকল্পনা রিলায়েন্সে

ভালো সাড়া ঘরোয়া বাজারে, ক্যাম্পা কোলাকে বিদেশে বিক্রির পরিকল্পনা রিলায়েন্সে

ফাইল ছবি

রিলায়েন্স রিটেইলের ডিরেক্টর ইশা মুকেশ আম্বানি বলেছেন, এই বছরের শুরুর দিকে ভারতের কিছু অংশে রোল-আউট হওয়ার পর থেকে গ্রাহকরা ক্যাম্পা কোলাকে গ্রহণ করেছেন।

রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (আরসিপিএল) এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চল সব আন্তর্জাতিক বাজারে পানীয় ব্র্যান্ড ক্যাম্পা কোলা চালু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে সংস্থা। 

ফার্মটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্যাকেজড কনজিউমার পণ্য শাখা এবং রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস (RRVL) এর সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা।

৪৬ তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্বোধন করে, RRVL-এর ডিরেক্টর ইশা মুকেশ আম্বানি বলেছেন, এই বছরের শুরুর দিকে ভারতের কিছু অংশে রোল-আউট হওয়ার পর থেকে গ্রাহকরা ক্যাম্পা কোলাকে সাদরে গ্রহণ করেছেন।

‘আমরা ভারতে এটিকে আরও স্কেল করছি, এবং এশিয়া এবং আফ্রিকা থেকে শুরু করে এটিকে বিশ্বব্যাপী নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেছি,’ বলে জানিয়েছেন ইশা। ব্র্যান্ডটি এখনও ভারত জুড়ে চালু করা হয়নি। ২০২২ সালে, RIL নয়া দিল্লি-ভিত্তিক পিওর ড্রিংকস লিমিটেডের কাছ থেকে ক্যাম্পা কোলা অধিগ্রহণ করে, যা একসময় প্রতিষ্ঠিত কোলা ব্র্যান্ডের জনপ্রিয় বিকল্প ছিল।

মিন্ট এর আগে জানিয়েছিল যে আরসিপিএল ক্রিকেটার মুথাইয়া মুরলীধরণের সিলন বেভারেজ ইন্টারন্যাশনালকে ক্যাম্পা কোলা বেভারেজের ক্যানিং অপারেশনের জন্য চুক্তি প্যাকেজিং অংশীদার হিসাবে সাইন আপ করেছে। এবার ভারতেও তারা কাজ করবেন বলে জানা গিয়েছে। 

RCPL মালিকানাধীন এবং অংশীদার ব্র্যান্ডের পাশাপাশি অর্জিত ফার্মগুলির মাধ্যমে পানীয়, দৈনিক প্রধান খাবার, কুকিজ এবং পার্সোনাল কেয়ার প্রডাক্ট সহ বিভিন্ন ভোক্তা পণ্যের পোর্টফোলিও স্কেল করছে।

‘আমরা আমাদের FMCG  ব্যবসা শুরু করেছি সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের পণ্য সরবরাহ করার লক্ষ্যে... প্রাচীন ব্র্যান্ডের প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রেখে ঐতিহ্যের ব্র্যান্ডগুলিকে ভারতীয় গ্রাহকদের জন্য সমসাময়িক করতে,’ বলে জানান আম্বানি কন্যা।  ক্যাম্পা কোলা, সোসিও এবং লোটাসের মতো বেশ কয়েকটি ব্র্যান্ড এখন রিলায়েন্সের অধীনে বলেও এদিন জানান তিনি। কোম্পানিটি বিস্কুটের জন্য বুগলস এবং মালিবানের জন্য জেনারেল মিলসকেও অংশীদার করেছে। 

মুকেশ আম্বানি জানান যে রিলায়েন্স রিটেইল হল বিশ্বব্যাপী শীর্ষ 100-এর একমাত্র ভারতীয় খুচরা বিক্রেতা এবং বিশ্বের দ্রুততম বর্ধনশীল খুচরা বিক্রেতাদের মধ্যে একটি৷  এই প্রসঙ্গে কাতার থেকে পাওয়া বিপুল লগ্নির কথাও উল্লেখ করেন তিনি। সংস্থার মার্কেট ভ্যালুয়েশন তিন বছরের মধ্যে প্রায় দ্বিগুণ হয়েছে। সবমিলিয়ে আগামী দিনে রিলায়েন্স রিটেলের ভবিষ্যত নিয়ে খুবই আশাবাদী আম্বানিরা। 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.