রাস্তার কুকুরদের খাওয়ানোর অধিকার আছে দিল্লির সাধারণ মানুষের। এ বিষয়ে এক মামলার রায়ে এমনটাই জানাল দিল্লি হাইকোর্ট। দেশজুড়ে পথ কুকুরপ্রেমী এবং তাঁদের সমালোচকদের মধ্যে সংঘাতের প্রেক্ষিতে এই রায় বেশ তাত্পর্যপূর্ণ।
গত ২৪ জুন এক মামলায় এই রায় দেন বিচারপতি জে আর মিধার বেঞ্চ। গত বৃহস্পতিবার এ বিষয়ে দিল্লি হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে। দিল্লির এক কুকুরপ্রেমী ও এক স্থানীয়ের মধ্যে বিরোধের মামলার ভিত্তিতে এই রায় দেওয়া হয়।

শুধু রায়দানই নয়, এই সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন জাস্টিস জে আর মিধা। কী কী বলেছেন তিনি?
প্রথমত, পথ কুকুরদের ('কমিউনিটি ডগ' টার্মটা ব্যবহার করেছে হাইকোর্ট) খাওয়ানো যাবে। তার অধিকার পশুপ্রেমীদের আছে। তাঁরা নিজেদের উঠোনে বা নির্দিষ্ট স্থানে তা করতে পারেন।
এ বিষয়ে স্থানীয় আধিকারিক বা রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোশিয়েসনের সঙ্গে প্রয়োজনে আলোচনা করা যেতে পারে। আর অবশ্যই এই স্থান কুকুরটির/কুকুরগুলির এলাকার মধ্যে হতে হবে।
দ্বিতীয়ত, টিকা দেওয়া এবং স্টেরিলাইজ করা কুকুরদের ধরার অধিকার মিউনিসিপালিটির নেই।
তৃতীয়ত, রাস্তার কুকুরদের টিকাকরণ ও স্টেরিলাইজেশনের দায়িত্ব মিউনিসিপাল কর্পোরেশন, রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং স্থানীয় ডগ লাভার্স গ্রুপের। হাইকোর্ট জানায়, পথের কুকুরদের সংখ্যা বৃদ্ধি রোধ করতে নির্বীজকরণ করা আবশ্যিক।
চতূর্থত, রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনগুলির সঙ্গে কাজ করতে বলা হয়েছে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড (AWB) অব ইন্ডিয়াকে। টিকা ও নির্বীজকরণের কাজে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে AWB-কে।
সেই সঙ্গে প্রিভেনশন অব ক্রুয়েলটি আইন মানা হচ্ছে কিনা, তাও নজর রাখতে হবে।
পঞ্চমত, কুকুরপ্রেমী এবং অন্যান্য বাসিন্দাদের মধ্যে শান্তি বজায় রাখার জন্য স্থানীয় পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।

হাইকোর্টের রায়ে আরও যা বলা হয়েছে :
পথ কুকুরদের খাবার অধিকার আছে এবং পশুপ্রেমীদেরও তাদের খেতে দেওয়ার অধিকার আছে। কিন্তু সেই সঙ্গেই সতর্ক থাকা প্রয়োজন। এর থেকে যেন কারও ক্ষতি বা সমস্যা না হয়।
বিচারপতি বলেন, 'প্রতিটি জীবিত প্রাণীর প্রতি আমাদের সহমর্মিতা দেখানো উচিত্। পশুরা কথা বলতে পারে না, কিন্তু সমাজ হিসাবে আমাদের দায়িত্ব ওদের হয়ে কথা বলা। পশুদের প্রতি যেন কোনও যন্ত্রণাদায়ক ঘটনা না ঘটে তা নিশ্চিত করা প্রয়োজন। পশুদেরও আবেগ আছে। ওদেরও খাদ্য, বাসস্থান, স্বাভাবিক ব্যবহার এবং চিকিত্সার সুবিধা প্রয়োজন।'