বাংলা নিউজ > ঘরে বাইরে > Next CDS Anil Chauhan-দেশের পরবর্তী সিডিএস হচ্ছেন অবসরপ্রাপ্ত লেফ্টন্যান্ট জেনারেল অনিল চৌহান

Next CDS Anil Chauhan-দেশের পরবর্তী সিডিএস হচ্ছেন অবসরপ্রাপ্ত লেফ্টন্যান্ট জেনারেল অনিল চৌহান

অনিল চৌহান

শুধু সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফই নয়, অনিল চৌহানের দায়িত্বের মধ্যে থাকবে কেন্দ্রীয় সচিব পর্যায়ের কাজ ও সেনা স্তরীয় কাজ। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে একথা। উল্লেখ্য, এর আগে সেনা প্রধান তথা সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যু হয় এক হেলিকপ্টার দুর্ঘটনায়। ডিসেম্বরের সেই ঘটনার পর এবার ২০২২ সালের সেপ্টেম্বরে নতুন সিডিএস পেল ভারত।

দেশের পরবর্তী সিডিএস হিসাবে উঠে এল অবসরপ্রাপ্ত লেফ্টন্যান্ট জোনারেল অনিল চৌহানের নাম। দেশের প্রতিরক্ষা স্টাফদের প্রধান হিসাবে তিনি এই পদ পেতে চলেছেন বলে জানা গিয়েছে একট রিপোর্টে। বুধবারই কেন্দ্রের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই অবসরপ্রাপ্ত সেনাকর্মীর নাম। 

শুধু সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফই নয়,  অনিল চৌহানের দায়িত্বের মধ্যে থাকবে কেন্দ্রীয় সচিব পর্যায়ের কাজ ও সেনা স্তরীয় কাজ। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে একথা। উল্লেখ্য, এর আগে সেনা প্রধান তথা সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যু হয় এক হেলিকপ্টার দুর্ঘটনায়। ডিসেম্বরের সেই ঘটনার পর এবার ২০২২ সালের সেপ্টেম্বরে নতুন সিডিএস পেল ভারত। উল্লেখ্য, এর আগে ২০২১ সলের ৮ ডিসেম্বর তৎকালীন সিডিএস বিপিন রাওয়াত প্রয়াত হন। তারপর থেকেই এই পদে অধিষ্ঠিত করার যোগ্য ব্যক্তিত্ব কে হতে পারেন, তা নিয়ে জল্পনা ছিলই। তারপর উঠে এল অনিল চৌহানের নাম।

ভারতীয় সেনায় ১১ গোরখা রাইফেলসের সদস্য ছিলেন অনিল চৌহান। বহু বছর নর্দান কমান্ডের হয়ে বারামুলা সেক্টরে কর্মরত ছিলেন তিনি। ফলে কাশ্মীর সম্পর্কে তাঁর ধারণা বেশ তাৎপর্যপূর্ণ। তাঁর ৪০ বছরের কেরিয়ারে কাশ্মীরই শুধু নয়, উত্তর পূর্বের অনুপ্রবেশও বেশ তাৎপর্যপূর্ণ জায়গায় রয়েছে। উল্লেখ্য, গতবছর ২০২১ সালের মে মাসে তিনি অবসরপ্রাপ্ত হন। লক্ষ্মীপুজো মিটলেই অর্থলাভ, বেতনবৃদ্ধির যোগ কোন কোন রাশির! জানুন জ্যোতিষ গণনা

 ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণকারী অনিল চৌহান এককালে দেরাদুনের ইন্ডিয়ান মিললিটারি অ্যাকাডেমি, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ছিলেন। এছাড়াও ভারতীয় সেনায় স্টাফ নিয়োগের ক্ষেত্রেও তিনি বিভিন্ন পদে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।  ভারতের প্রতিরক্ষা ইস্যুর ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ নাম হয়ে উঠতে চলেছেন বলে মনে করা হচ্ছে। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরও তিনি জাতীয় নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে অবদান রেখে চলেছেন। সেনাবাহিনীতে তার বিশিষ্ট এবং কৃতিত্বপূর্ণ সেবার জন্য তাঁর নাম উঠে এসেছে।

 

বন্ধ করুন