বাংলা নিউজ > ঘরে বাইরে > Russia Ukraine War: সন্ধ্যা ৬টার মধ্যে খারকিভ ছেড়ে এই ৩ জায়গায় যান, ভারতীয়দের 'আদেশ' দিল দূতাবাস
হাতে আছে মাত্র সাড়ে চার ঘণ্টা। সেই সময়ের মধ্যে ভারতীয়দের খারকিভ ছেড়ে ইউক্রেনের তিন জায়গায় চলে যাওয়ার ‘আদেশ’ দিল দূতাবাস। সেই অ্যাডভাইজরি যে কতটা জরুরি, তা বোঝাতে দূতাবাসের তরফে ক্যাপিটাল লেটারে 'আদেশ' বার্তা লেখা হয়েছে।
বুধবার বিকেল ৪ টে ৫৭ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) টুইটারে ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘খারকিভে সকল ভারতীয়দের জন্য জরুরি অ্যাডভাইজর। নিজেদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য অবিলম্বে তাঁদের খারকিভ ছাড়তে হবে। যত দ্রুত সম্ভব PESOCHIN, BABAYE এবং BEZLYUDOVKA-তে চলে যান। যে কোনও পরিস্থিতিতে আজ সন্ধ্যা ছ'টার মধ্যে তাঁদের অবশ্যই সেখানে পৌঁছাতে হবে।’
পরবর্তী খবর