এই মুহূর্তে গোটা বিশ্বে চলেছে করোনা সংক্রমণের দাপট। এখনও পর্যন্ত কোনও ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কার না হলেও সকলের কাছে স্পষ্ট যে, সংক্রমণ রুখতে হলে পরিচ্ছন্নতাই বড় অস্ত্র। নিয়মিত হাত ধোয়ার কথা মনে করিয়ে দিতে বাজারে বিশেষ ঘড়ি আনল স্যামসাং।
করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে বিশেষ হাতঘড়ি Galaxy Watch Active 2 নিয়মিত জানান দেবে হাত ধোওয়ার কথা। সংস্থার দাবি, করোনা সংক্রমন থেকে বাঁচাতে পারে এই ঘড়িই।
স্যামসাং জানিয়েছে, প্রতি ২ ঘণ্টা অন্তর হাত ধোওয়ার বিষয়ে রিমাইন্ডার দেবে এই ঘড়ি। এমনকি খুব বেশি সময় ধরে হাত ধুলে সে সম্পর্কেও সচেতন করবে ব্যবহারকারীকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশিকা মেনেই ঘড়ি জানিয়ে দেবে ঠিক কখন হাত ধুতে হবে অথবা কত সময় ধরে হাত ধুতে হবে। এ ছাড়া ঠিক কতক্ষণ ধরে হাত ধোওয়া হয়েছে বা হাত ধুতে ভুলে গেলেও তাই নিয়ে নোটিফিকেশন পাঠাবে ঘড়িটি।
জানা গিয়েছে, দুই সপ্তাহ আগে এই ঘড়ির সফ্টওয়্যার তৈরি করেছে ব্যাঙ্গালোরের স্যামসাং রিসার্চ ইনস্টিটিউট-এর এক গবেষক দল।