SBI Utsav Deposit Scheme: আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এই স্কিমের অফার পাবেন। এই বিষয়ে টুইটও করেছে State Bank of India। তাতে বলা হয়েছে যে, 'ফিক্সড ডিপোজিটে উচ্চ সুদের হার সহ 'উৎসব ডিপোজিট' চালু করা হচ্ছে!'
1/8SBI 'Utsav' Deposit Scheme: ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার কথা ভাবছেন? সেক্ষেত্রে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-তে গেলেই এই দারুণ সুযোগ পাবেন। ফাইল ছবি: পিক্সাবে (Pixabay)
2/8SBI স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ স্কিম চালু করেছে। নাম- 'উৎসব ডিপোজিট' স্কিম। ফাইল ছবি : রয়টার্স (Pixabay)
3/8আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এই স্কিমের অফার পাবেন। এই বিষয়ে টুইটও করেছে SBI। তাতে বলা হয়েছে যে, 'ফিক্সড ডিপোজিটে উচ্চ সুদের হার সহ 'উৎসব ডিপোজিট' চালু করা হচ্ছে!' ফাইল ছবি: রয়টার্স (Pixabay)
4/8স্কিমে বিনিয়োগ করার সময়সীমা: এই ফিক্সড ডিপোজিট স্কিমটি ১৫ অগস্ট থেকে শুরু হয়েছে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Pixabay)