সোনিয়া ওরফে আয়েশা। ২০১৬ সালের জুলাই মাসে আফগানিস্তানে আইসিসের সঙ্গে যুক্ত তার স্বামীর সঙ্গে থাকার জন্য দেশ ছেড়েছিল ওই মহিলা। এদিকে ২০১৯ সালের মার্চ ইন্টারপোলের রেড কর্ণার নোটিশ জারি হয় ওই মহিলার বিরুদ্ধে। এরপর মেয়েকে নিয়ে আত্মসমর্পণ করেছিলেন তিনি। এদিকে এনআইএর তরফে ওই মহিলার বিরুদ্ধে UAPAর মতো ধারায় মামলা রুজু করা হয়েছিল।
বন্দি প্রত্যর্পণের মাধ্যমে মেয়ে ও নাতনিকে দেশে আনতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৬৫ বছর বয়সী বাবা ভিজে সেবাস্তিয়ান । তবে এই প্রত্যর্পণের আবেদন নিয়ে শুনানি এগোতে চায়নি আদালত। আট সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারকে এনিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে জানিয়েছে আদালত।
এদিকে আবেদনকারীর তরফে আশঙ্কা প্রকাশ করা হয় যে তালিবানের দখলে চলে গিয়েছে আফগানিস্তান। যে জেলে তার মেয়েকে রাখা হয়েছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে। পাকিস্তান সংলগ্ন একটি ডিটেনসন সেন্টারে তাকে রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে। নাতনির খোঁজ নেই। আবেদনকারীর দাবি মানবাধিকার রক্ষার আন্তর্জাতিক সনদের উপর ভিত্তি করেই নিজের দেশের নাগরিককে দেশে ফেরাতে পারে ভারত।
তবে বিচারপতি এল নাগেশ্বরা রাও এবং বিআর গাভাইয়ের বেঞ্চ জানিয়েছেন, ভারত ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক ভালো বলেই মনে হচ্ছে। তবে আপনার প্রথমে ভারত সরকারের কাছে যাওয়া উচিৎ ছিল। কোর্টে না এসে সরকারে কাছে যাওয়া দরকার। পাশাপাশি বিদেশ মন্ত্রকের ক্যাবিনেট সচিব ও সচিবকে আদালত জানিয়েছে,আট দিনের মধ্য়ে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিন।