আব্রাহাম থমাস
স্পুটনিক ভ্যাকসিন নিয়েছিলেন এক আইনজীবী। এদিকে বিদেশযাত্রায় বের হবেন ওই ব্যক্তি। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পুটনিককে অনুমোদন করেনি। এর জেরে মহা ফাঁপড়ে পড়েন তিনি। সেকারণে ফের টিকা নেওয়ার অনুমতি দেওয়ার জন্য তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে জাস্টিস ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় ও সূর্যকান্তের বেঞ্চ জানিয়েছেন, এটা বৈজ্ঞানিক পর্যালোচনার বিষয়। আর আবেদনকারী যিনি পেশায় আইনজীবী তাঁকে আদালত জানিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্য়াণ মন্ত্রকের কাছে এব্যাপারে আবেদন করতে পারেন।
এদিকে আবেদনকারীর তরফে আইনজীবী মানিক্য খান্না জানিয়েছেন, দুটো স্পুটনিক নেওয়ার পরে আবার অন্য ভ্যাকসিন দেওয়ার কোনও নিয়ম নেই। এদিকে স্পুটনিক আবার হু অনুমোদন করছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা Sputnik Vকে এমার্জেন্সি ইউজ লিস্টিংয়ের মধ্যে ফেলেনি। এর জেরে আমেরিকা, কানাডা, জাপান সহ একাধিক দেশ জানিয়েছে যারা স্পুটনিক নিয়েছেন তাঁদেরকে টিকাবিহীন বলেই ধরা হবে। সেক্ষেত্রে সেই দেশে হয় তাঁরা যেতে পারবেন না বা গেলেও বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এদিকে CoWIN portal মতে ৫ এপ্রিল পর্যন্ত সব মিলিয়ে প্রায় ১.২ মিলিয়ন ডোজ স্পুটনিক ভ্যাকসিন ভারতে দেওয়া হয়েছে।গামালেয়া রিসার্চ সেন্টার ও রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড এটি তৈরি করেছিল। এদিকে রাশিয়া- ইউক্রেন যুদ্ধের জেরে বহু দেশ RDIF এর উপর নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা থাকার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিকরাও সেখানে যেতে পারছেন না।সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়েছে।