বাংলা নিউজ > ঘরে বাইরে > নজরে ভারত মহাসাগর, চলতি মাসেই শুরু দেশের প্রথম ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা

নজরে ভারত মহাসাগর, চলতি মাসেই শুরু দেশের প্রথম ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা

নজরে ভারত মহাসাগর, চলতি মাসেই শুরু দেশের প্রথম ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা। (ছবিটি প্রতীকী, পিটিআই)

শুরু হতে চলেছে ভারতের প্রথম ভাসমান ক্ষেপণাস্ত্রের টেস্ট রেঞ্জের (এফটিআর) ট্রায়াল। চলতি মাসেই কাজ শুরু করবে আইএনএস অন্বেষ। জাহাজটি আগামী দু'মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হবে বলে মনে করা হচ্ছে।

কোচি শিপইয়ার্ডে নির্মিত এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির (DRDO) ডিজাইন করা প্রায় ৯০০০ টনের এই জাহাজ। এটির মাধ্যমে উপকূল থেকে ভারত মহাসাগরের প্রায় ১,৫০০ কিলোমিটার অভ্যন্তরে পরীক্ষা চালানো হবে। এমন স্থান বেছে নেওয়া হবে যাতে জলপথের যাতায়াতকারী যান বা জনসাধারণের কোনও ক্ষতির সম্ভাবনা না থাকে।

এই শক্তি বৃদ্ধির মূলে দুটি লক্ষ্য। প্রথমত, ভারত মহাসাগর এলাকায় ভারতের আধিপত্য সুদৃঢ় করা। দ্বিতীয়ত, জলপথে কোনও প্রকার হুমকির সম্ভাবনা দূর করা। চলতি বছর কমপক্ষে চারটি জাহাজ ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত করা হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং জাহাজ আইএনএস ধ্রুব। স্টেলথ গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী আইএনএস বিশাখাপত্তনম এবং ডিজেল অ্যাটাক সাবমেরিন আইএনএস ভেলা চলতি বছরের শেষের দিকে জলে নামবে।

বন্ধ করুন