ফিরল ২০২০-র স্মৃতি, মদের বদলে স্যানিটাইজার খেয়ে মৃত্যু ৭ শ্রমিকের
১ মিনিটে পড়ুন . Updated: 25 Apr 2021, 09:27 PM IST- মহারাষ্ট্রে লকডাউন চলাকালীন মদ না পেয়ে স্যানিটাইজার খেয়ে মৃত্যু ৭ শ্রমিকের।
মদ না পেয়ে স্যানিটাইজার খেয়ে মৃত্যু ৭ শ্রমিকের। গতবছর লকডাউনের সময় এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল। সাম্প্রতিক এই ঘটনাটি মহারাষ্ট্রে ঘটে বলে জানা গিয়েছে। সেখানকার প্রশাসনের তরফে শনিবার জানানো হয়েছে যে রাজ্যজুড়ে লকডাউন চলছে। তাই জরুরি পরিষবা ছাড়া সবকিছুই বন্ধ। স্বাভাবিক তাই মদও পাওয়া যাচ্ছে না। সেই কারণে মদ না পেয়ে ওই সাতজন স্যানিটাইজার খায় বলে জানা গিয়েছে।
মহারাষ্ট্রের নাগপুর থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত বাণী গ্রামের বাসিন্দা ছি ওই সাতজন। প্রত্যেকেই শ্রমিক। শুক্রবার গভীর রাতে তাঁদের স্থানীয় হাসপাতালে আনা হয়। তাঁদের মুখের ভিতর, পাকস্থলি পুড়ে গিয়েছিল। তাঁরা বমি করছিলেন। পরে হাসপাতালেই তাঁদের মৃত্যু হয়।
প্রশাসনের দাবি, যেহেতু মদের দোকান বন্ধ। তাই তাঁরা মদ কিনতে পারেননি। সেই কারণে স্যানিটাইজার খেয়ে নেন। কারণ, স্যানিটাইজারেও অ্যালকোহল থাকে। যদিও এই ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। গত বছর লকডাউন ঘোষণা হওয়ার পরও স্যানিটাইজার খেয়ে মৃত্যুর মতো ঘটনা সামনে এসেছিল।