সিপলাইন ড্রিংকিং শিল্ডসের কথা মনে আছে? গ্লাসে লাগানোর মাস্ক। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ায় সেই প্রোডাক্ট দেখে আঁতকে উঠেছিলেন অশনীর গ্রোভার। এবার সেই গ্লাসেই বিনিয়োগ করতে না পারায় আফসোস করছেন তিনি। কিন্তু কেন? এমন 'ওয়াইয়াত' প্রোডাক্টের জন্য কেন আফসোস করছেন দুঁদে ব্যবসায়ী?
ইউটিউবে রোহন জোশী ও সাহিল শাহের সঙ্গে একটি আলোচনায় অশনীর এই কথা বলেন। তবে পুরোটাই মজার ছলে বলেছেন। তিনি তাঁদের বলেন, 'আমি ভাবছিলাম। যদি আমি ভুল করে বলে ফেলতাম যে আমি এই পণ্যতে বিনিয়োগ করব, কিন্তু শর্ত আছে। আপনাকে আরও পাঁচটি ভালো প্রোডাক্ট তৈরি করতে হবে। তাহলে এক দিকে ভালো হত। বেশ রোজকার জীবনে একটা বিনোদনের ব্যবস্থা হয়ে যেত। আমি হাসতে হাসতে মেঝেতে গড়িয়ে পড়তাম।'
প্রসঙ্গত, সিপলাইনের প্রতিষ্ঠাতা রোহিত ওয়ারিয়ারও ফেব্রুয়ারিতে একটি ইউটিউব ভিডিয়োতে অশনীর এবং তাঁর সহযোগী শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া বিচারক অমন গুপ্তকে রোস্ট করার চেষ্টা করেন। তবে বিষয়টা ঠিক জমাতে পারেননি তিনি। উল্টে তাঁর প্রোডাক্ট নিয়েই আরও হাসাহাসি শুরু হয়।
সিপলাইনের সঙ্গে অশনীরের কথোপকথন ভাইরাল হয়ে গিয়েছিল। সেটা নিয়ে বহু মিম এখনও বেশ ট্রেন্ডিং। এই নিয়ে প্রশ্ন করা হলে অশনীর বলেন, 'কত লোক বেকার, কাজকর্ম নেই। কিন্তু ট্যালেন্ট আছে সত্যিই। আমি তো শার্ক ট্যাঙ্কের নির্মাতাদের বলছিলাম যে, তোমাদের থেকেও ভালো এডিটিং পারে এরা। এদের এডিটিং টিমে নিয়ে নাও।' ওই প্রতিযোগীকে অশনীর বলেছিলেন, যে জিনিস আবার দেখার থেকে মৃত্যু ভালো বলেছিলেন