Shark Tank India Drops Ashneer Grover: অশনীর যে নত... more
Shark Tank India Drops Ashneer Grover: অশনীর যে নতুন সিজনে থাকছেন না, সেটা জেনে অনেকেই অবাক হচ্ছেন। অশনীরের 'ঠোঁটকাটা' আচরণের অনুরাগী নেহাত্ কম ছিল না। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার প্রথম সিজনের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন অশনীর গ্রোভার।
1/7শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার প্রথম সিজনের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন অশনীর গ্রোভার। সেই সময়ে ভারতপে-র MD এবং CEO ছিলেন তিনি। তবে আসন্ন দ্বিতীয় সিজনে আর সেই শো-এ থাকছেন না অশনীর গ্রোভার। ফাইল ছবি: টুইটার (Twitter)
2/7শার্ক ট্যাঙ্কেরই অপর এক বিচারক-বিনিয়োগকারী নমিতা থাপারের এক টুইট থেকে তা জানা যায়। যদিও সেই টুইটে অশনীরের নাম উল্লেখ করেননি নমিতা। তবে টুইটের লেখা থেকে তা স্পষ্ট। ছবি: টুইটার (Twitter)
3/7এছাড়া এক টুইটার ব্যবহারকারী লেখেন, 'শার্ক ট্যাঙ্ক কোনও বিনোদনের শো নয়। এটি নতুন ভারত গড়ে তোলার প্রচেষ্টা। তাই তাতে অশনীর বা নমিতা থাপার থাকুন বা না থাকুন, তাতে কিছু এসে যায় না। এই টুইটটি রিটুইট করেন নমিতা। লেখেন, 'আমি সহমত।' ছবি: টুইটার (Twitter)
4/7অশনীরের জায়গায় নয়া সিজনে বিচারক-বিনিয়োগকারী হিসাবে যোগ দিচ্ছেন অমিত জৈন। তিনি জনপ্রিয় গাড়ি কেনা-বেচার ওয়েবসাইট cardekho.com-এর সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা। ছবি: টুইটার (Twitter)
5/7প্রথম সিজনের পরপরই নানা বিতর্কে জড়িয়ে পড়েন অশনীর গ্রোভার ও তাঁর স্ত্রী। তাঁদের বিরুদ্ধে সংস্থার অভ্যন্তর থেকেও সরে যাওয়ার জন্য চাপ দেওয়া শুরু হয়। শেষ পর্যন্ত নিজেদের তৈরি সংস্থা থেকেই বেরিয়ে আসতে হয় অশনীর এবং মাধুরী জৈন গ্রোভারকে। ফাইল ছবি: টুইটার (Twitter)
6/7তবে অশনীরের জনপ্রিয়তাতে একটুও ভাঁটা পড়েনি। ক্যামেরার সামনে, অভিনয় না করে নিজের আসল রূপটাই তুলে ধরার জন্য 'ফ্যান ফেভারিট' হয়ে যান তিনি। এদিকে বিনিয়োগকারীদের মুখের উপর তাদের নিন্দা, বকাঝকা করার জন্য অনেকের অপছন্দের তালিকাতেও পড়েন তিনি। কারও কারও মতে বড্ড রূঢ় আচরণ তাঁর।ফাইল ছবি: টুইটার (Twitter)
7/7তবে সময়ের সঙ্গে অশনীরের অনুরাগীর সংখ্যা ক্রমেই বেড়েছে। তাঁর আত্মজীবনী 'দোগলাপন' তার প্রমাণ। চলতি মাসে বই রিলিজের সঙ্গে রাতারাতি তা আমাজনে বেস্ট সেলিং বই হয়ে যায়। আগামিদিনে নতুন আরেক স্টার্ট-আপ গড়ে তোলারও পরিকল্পনা করছেন অশনীর। ফাইল ছবি: টুইটার (Twitter)