আগামী লোকসভা ভোটে কী হতে পারে? এনিয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি জানিয়েছেন, আসন্ন লোকসভা ভোটে বিজেপি একাই সবথেকে শক্তিশালী দল হিসাবে উঠে আসতে পারে। কিন্তু তার হিসেব কমিয়ে দেওয়া যেতে পারে, সরকার তৈরি করা আটকানো যেতে পারে, যদি তাদের সহযোগীরা বিজেপিকে সাপোর্ট না করে, তারা যদি বিরোধীদের পাশে থাকে। কার্যত এনডিএর যাত্রা রোধ করতে বিরাট অঙ্ক হাজির করলেন শশী থারুর।
ইন্ডিয়া জোট প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ভারত একটি বৈচিত্রময় দেশ। শনিবার কেরল সাহিত্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি।
তিনি জানিয়েছেন, আমি এখনও প্রত্যাশা করছি যে বিজেপি একক শক্তিশালী দল হিসাবে উঠে আসবে। কিন্তু তাদের শক্তিকে প্রতিহত করা যায় যদি দেখা যায় তাদের যে সহযোগীরা রয়েছে তারা বিজেপির সঙ্গে না থাকতে চায়। তারা যদি আমাদের সঙ্গে থাকতে চায়। এটা নিয়ে একটা চেষ্টা করা যেতে পারে। জানিয়েছেন শশী থারুর।
সেই সঙ্গেই ইন্ডিয়া জোটের ক্ষেত্রে আসন সমঝোতার ক্ষেত্রে বড় সমস্যা হতে পারে বলেও মনে করছেন তিনি। সব মিলিয়ে ২৮টি আসনে এই সমস্যা হতে পারে বলে মনে করছেন তিনি। তাঁর মতে পরাজয় আটকানোর জন্য় যাতে পর্যাপ্ত বোঝাপড়া থাকে এটা দেখতে হবে।
কোনও একটি রাজ্যে হয়তো দেখা গেল বিরোধীরা সব একজোট হয়ে গেলেন। আবার অন্য রাজ্যে দেখা গেল দু-তিনজন প্রার্থী রয়েছেন। সেক্ষেত্রে সেখান থেকে কীভাবে উপযুক্ত প্রার্থীকে বেছে নেওয়া হবে সেটাই একটা সমস্যার।
কেরল ও তামিলনাড়ু কথা তুলে ধরেন তিনি। কেন আসন সমঝোতার ব্যাপারটা এতটা দরকার সেটাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, কেরলে সব আসনে সিপিএম ও কংগ্রেসের মধ্য়ে আসন সমঝোতা হয়ে যাবে এমনটা খুব কঠিন। আবার তামিলনাড়ুতে সিপিআই. সিপিএম, কংগ্রেস ও ডিএমকের মধ্য়ে আসন সমঝোতা হবে। এটা নিয়ে কোনও তর্ক থাকতে পারে না।