মুম্বইয়ের PMLA কোর্ট বুধবার শিবসেনা নেতা ও রাজ্য়সভার এমপি সঞ্জয় রাউতের জামিনের আবেদন মঞ্জুর করেছে। পাত্র চাউল রিডেভেলপমেন্ট প্রজেক্টের সঙ্গে সম্পর্কিত আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত সঞ্জয় রাউত।প্রবীন রাউতের জামিনও মঞ্জুর করেছে আদালত।
আদালত প্রতিজনের জন্য ২ লাখ টাকা করে বন্ডে জামিন পেয়েছেন তারা। চলতি বছরের জুলাই মাসে গ্রেফতার করা হয়েছিল সঞ্জয় রাউতকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই জামিনের আবেদনে স্থগিতাদেশ চেয়েছিল। কারণ ইডি চেয়েছিল উচ্চতর আদালতে বিষয়টিকে নিয়ে যেতে। কিন্তু আদালত জামিন মঞ্জুর করেছে। আপাতত সঞ্জয় রাউতের আইনজীবী চাইছেন যত তাড়়াতাড়়ি সম্ভব তাঁকে জেলের বাইরে বের করতে।
এদিকে শিবসেনা নেতার জামিন মেলার খবরে স্বাভাবিকভাবেই খুশি তাঁর অনুগামীরা। এর আগেই বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলেছিলেন শিবসেনা নেতৃত্ব। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিজেপি চাপ তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছিল।
তবে শিবসেনার মুখপাত্র সামানার সম্পাদকের জামিন মেলায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া শিবসেনার অন্দরে। তবে এবার সঞ্জয় জেল থেকে বের হওয়ার পরে কী অবস্থান নেন সেটাই দেখার। এবারও কি তিনি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াবেন? সেদিকেই তাকিয়ে রয়েছে ভারতের বাণিজ্য রাজধানী।