দক্ষিণ দিল্লির জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল একাধিক হাড়। এবার ডিএনএ টেস্টের মাধ্যমে দেখা গেল সেই হাড়গুলি আসলে শ্রদ্ধা ওয়াকারের। চলতি বছরের প্রথম দিকে যাকে খুন করার অভিযোগ উঠেছিল তারই লিভ ইন সঙ্গী আফতাব পুনাওয়ালার বিরুদ্ধে। শ্রদ্ধার বাবা বিকাশ ওয়াকারের ডিএনএর নমুনার সঙ্গে মিলে গিয়েছে ওই হাড়ের নমুনা।
কার্যত এবারই প্রথম প্রমাণিত হল যে শ্রদ্ধা ওয়াকারেরই শরীরের অংশ ওইগুলি। তবে পুলিশ আগেই হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিল, যদি ডিএনএতে কোনও মিল না পাওয়া যায় তবে আমাদের পারিপার্শ্বিক তথ্য় প্রমাণের ভিত্তিতেই এগোতে হবে।
গত মে মাস। শ্রদ্ধা ওয়াকারকে খুন করে তার দেহ ৩৫ টুকরো করে ফেলা হয়েছিল। এরপর তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। তবে তার আগে দেহের টুকরোগুলি ঘরের ফ্রিজে রাখা হয়েছিল। পরে শহর সংলগ্ন জঙ্গলে ফেলে আসা হয়েছিল দেহের টুকরো গুলিকে। পরে এই ঘটনার কথা জেনে শিউরে উঠেছেন দেশবাসী।
এদিকে আফতাবকে সঙ্গে নিয়েই পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। পরে কিছু হাড়গোড়ের সন্ধান মেলে। জঙ্গলেও তল্লাশি চালিয়েছিল পুলিশ।
এদিকে আফতাব তদন্তকারীদের নানাভাবে বিভ্রান্ত করছে বলে অভিযোগ। তার পলিগ্রাফ ও নারকো অ্যানালাইসিসও করা হয়। আসল সত্যটা জানার জন্যই এই পরীক্ষা করা হয়। তবে সূত্রের খবর, পলিগ্রাফ টেস্টের সময় খুনের কথা কবুল করে নিয়েছে আফতাব।
সংবাদ সংস্থা এএনআইকে এক অফিসার জানিয়েছিলেন, অভিযুক্তের বয়ান প্রযুক্তিগতভাবে যাচাই করা হচ্ছে। তার বিবৃতি কোর্ট নাও মানতে পারে। সেকারণে নমুনা সংগ্রহের কাজ চলছে।
এদিকে গত মাসে পুলিশ মোট পাঁচটি বড় ছুরি বাজেয়াপ্ত করেছিল। যে ফ্ল্যাটে শ্রদ্ধা ও আফতাব থাকত সেখান থেকেই বাজেয়াপ্ত হয়েছে এই ছুরিগুলি। অনুমান করা হচ্ছে এই ছুরি দিয়েই শ্রদ্ধার দেহ কেটে ফেলা হয়েছিল।