সম্প্রতি, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই এবং আইডিবিআই ব্যাঙ্ক ঘোষণা করেছে যে তারা প্রবীণ নাগরিকদের জন্য ‘বিশেষ ফিক্সড ডিপোজিট’ স্কিমগুলি ১ অক্টোবর থেকে বন্ধ করে দেবে। এইচডিএফসি প্রবীণ বাগরিকদের জন্য 'সিনিয়র সিটিজেন কেয়ার এফডি' বলে একটি স্কিম চালাচ্ছিল। ২০২০ সালের ১৮ মে এটি চালু করা হয়েছিল। এদিকে আইডিবিআই-এর 'নমন সিনিয়র সিটিজেন ডিপোজিট' নামে একটি প্রকল্প চালু করা হয়েছিল ২০২০ সালের ২০ এপ্রিল।
1/5লাইভমিন্টের রিপোর্ট অনুযায়ী, ‘সিনিয়র সিটিজেন কেয়ার এফডি’ স্কিমে এইচডিএফসি প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ ৬.৬ শতাংশ হারে সুদ দিত। তবে আমানতকারীদের গচ্ছিত অর্থের পরিমাণ ২ কোটি টাকার কম হতে হত। এদিকে অনাবাসী ভারতীয়রা এই প্রকল্পের লাভ পেতেন না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5৩ বছর ১ দিন থেকে ৫ বছর মেয়াদী স্থায়ী আমানতের ক্ষেত্রে ৬.৬ শতাংশ হারে সুদ দেওয়া হত এইচডিএফসির তরফে। এদিকে ৫ বছর ১ দিন থেকে ১০ বছর মেয়াদী স্থায়ী আমানতে ৬.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছিল প্রবীণ নাগরিকদের। সাধারণ আমানতকারীদের প্রদান করা সুদের থেকে এটি ৭৫ বেসিস পয়েন্ট বেশি। ফাইল ছবি : রয়টার্স
3/5এদিকে আইডিবিআই ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের অতিরিক্ত ০.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছিল 'নমন সিনিয়র সিটিজেন ডিপোজিট’ স্কিমে। ব্যাঙ্কের তরফে সর্বোচ্চ ৬.৫৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়েছে প্রবীণ নাগরিকদের। ৫ বছর, ৫ থেকে ৭ বছর এবং ৭ থেকে ১০ বছর মেয়াদী স্থায়ী আমানতে প্রবীণ নাগরিকদের ৬.৫৫ শতাংশ হারে সুদ দেওয়া হয় 'নমন সিনিয়র সিটিজেন ডিপোজিট’ স্কিমের আওতায়।
4/5এদিকে আইডিবিআই এবং এইচডিএফসির পাশাপাশি আইসিআইসিআই ব্যাঙ্কও প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম বন্ধ করতে চলেছে অক্টোবরে। আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের ‘গোল্ডেন ইয়ারস এফডি’ স্কিম বন্ধ করবে ৭ অক্টোবর। এই স্কিমে সাধারণ আমানতকারীর থেকে ৭০ বেসিস পয়েন্ট বা ০.৭০ শতাংশ বেশি হারে সুদ পান প্রবীণ নাগরিকরা।
5/5এদিকে আইডিবিআই এবং এইচডিএফসির পাশাপাশি আইসিআইসিআই ব্যাঙ্কও প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম বন্ধ করতে চলেছে অক্টোবরে। আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের ‘গোল্ডেন ইয়ারস এফডি’ স্কিম বন্ধ করবে ৭ অক্টোবর। এই স্কিমে সাধারণ আমানতকারীর থেকে ৭০ বেসিস পয়েন্ট বা ০.৭০ শতাংশ বেশি হারে সুদ পান প্রবীণ নাগরিকরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)