বাংলা নিউজ > ঘরে বাইরে > '৮৪-র পুনরাবৃত্তি হতে দেব না, দিল্লি হিংসা মামলায় সাফ জানাল হাইকোর্ট

'৮৪-র পুনরাবৃত্তি হতে দেব না, দিল্লি হিংসা মামলায় সাফ জানাল হাইকোর্ট

বুধবার হিংসা-দীর্ণ উত্তর-পূর্ব দিল্লিতে দোকান বন্ধ করতে অভিযানে নামল দিল্লি পুলিশ।ছবি: এপি। (AP)

উত্তর-পূর্ব দিল্লির হিংসায় মদত দেওয়া বিজেপি নেতা কপিল মিশ্রের ভাষণের ভিডিয়ো ক্লিপিং শুনল হাইকোর্ট। পাশাপাশি, হিংসা নিয়ন্ত্রণে পুলিশি গাফিলতির দিকে আঙুল তুলল সুপ্রিম কোর্ট।

বুধবার দিল্লির হিংসায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে অবসরপ্রাপ্ত কূটনীতিক হর্ষ মন্দারের আবেদনের শুনানিতে ঘটনা শুরুর ঠিক আগে বিজেপি নেতা কপিল মিশ্রর ভাষণের অডিও ক্লিপিং আদালতকক্ষে শুনল দিল্লি হাইকোর্ট। তবে শুধু কপিলই নন, এই সংক্রান্ত সমস্ত উস্কানিমূলক বক্তৃতার ক্লিপিংই শুনতে চেয়েছে আদালত।

এদিন বিচারপতি ডি এস মুরলিধর ও বিচারপতি অনুপ জয়রাম বাম্বানিকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে ১৯৮৪ সালের মতো দাঙ্গার পুনরাবৃত্তি ঘটুক, তা হতে দিতে পারা যায় না। দিল্লি রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ পদাধিকারীরা সশরীরে হিংসায় ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারের কাছে যান, এমন পরামর্শও দিয়েছে বেঞ্চ।

দিল্লি পুলিশের তরফে আইনজীবী তুষার মেহতা বিষয়টি আগামিকাল ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখার আর্জি জানান। এই মামলায় কেন্দ্রীয় সরকারকে পক্ষ রাখার বিষয়ে তিনি আবেদন জানান।

আইনজীবীর আবেদনের জেরে আদালত পালটা জানতে চায়, ‘দোষীদের বিরুদ্ধে এফআইআর দাখিল করা কি আপনার যথেষ্ট জরুরি বলে মনে হয় না? বিশেষ করে এই বিষয়ে ভিডিয়ো ক্লিপিং যখন প্রকাশ্যে এসেছে? পরিস্থিতি অত্যন্ত জঘন্য রূপ ধারণ করেছে।’

এই সময় এক পুলিশকর্মী জানান, তিনি এই ধরনের ভিডিয়ো দেখেছেন। তার ভিত্তিতে বিজেপি নেতা কপিল শর্মার উস্কানিমূলক বক্তৃতার ভিডিয়ো ক্লিপিং দেখতে চায় আদালত।

অন্য দিকে, দিল্লির হিংসা নিয়ন্ত্রণে পুলিশি গাফিলতিকেই কাঠগড়ায় তুলল সুপ্রিম কোর্ট। অন্য দিকে, বিজেপি নেতা কপিল শর্মার ভাষণের ক্লিপিং তলব করল দিল্লি হাইকোর্ট।

পুলিশি তত্পরতার অভাবেই দিল্লিতে ব্যাপক হারে হিংসা ছড়িয়েছে বলে বুধবার ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। হিংসায় উস্কানি দেওয়া ভাষণের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, দাবি আদালতের।

এ দিন শাহিন বাগ মামলার শুনানির মাঝেই উত্তর-পূর্ব দিল্লির হিংসা সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ। এর জেরে সলিসিটর জেনারেল আবেদন জানান, আদালতের এ হেন মন্তব্য পুলিশবাহিনীর মনোবল ভাঙতে পারে। এই যুক্তিতে আদালতকে এমন মন্তব্য থেকে বিরত থাকার আর্জি জানান তিনি।

তাঁর আবেদনের জবাবে বিচারপতি কে এম জোসেফ আমেরিকা ও ব্রিটেনের উদাহরণ টেনে বলেন, এই সমস্ত দেশের পুলিশ অন্যায়ের বিরুদ্ধে আইন মেনে পেশাদারি পদক্ষেপ করে।

গত তিন দিন ধরে দিল্লিতে সিএএ প্রতিবাদ কেন্দ্র করে লাগাতার হিংসাত্মক ঘটনা ঘটছে। এ পর্যন্ত ঘটনায় নিহত হয়েছেন ৩০ জন। আহতের সংখ্যা প্রায় ২০০। নিহতদের মধ্যে রয়েছেন এক পুলিশকর্মী এবং এক আইবি আধিকারিকও।

দিল্লি পুলিশের ভূমিকার সপক্ষে আইনজীবী তুষার মেহতা পালটা যুক্তি দেখিয়ে বলেন, পুলিশ পদক্ষেপ শুরু করলে আদালতই তা বন্ধ করার উদ্দেশে হস্তক্ষেপ করে।

জবাবে সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, ‘সারা দেশেই সমস্যা হচ্ছে, বিভিন্ন রাজ্য সরকার পুলিশের পেশাদারিত্ব সংক্রান্ত নীতি প্রণয়ন করতে অপারগ হয়। পুলিশের কাজের পরিধি বুঝতে তাই অসুবিধা হয় আদালতের।’

তবে দিল্লি হাইকোর্টে শুনানি চলছে বলে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনা সংক্রান্ত কোনও আবেদন জমা নিতে এ দিন অস্বীকার করেছে শীর্ষ আদালত।

ঘরে বাইরে খবর

Latest News

ভোট দিতে এসে হোঁচট খেলেন গুরু অশোক, ছুটে গেলেন একদা শিষ্য শঙ্কর, সৌজন্য দেখা গেল নগ্ন দৃশ্য অভিনয় করে বিতর্কের ঝড় তোলেন টলি নায়িকা,লাল পোশাকের এই খুদেকে চিনলেন? গ্ল্যাম লুকে ম্রুণাল, জর্জেটের এই শাড়ি আর ব্লাউজের দাম শুনলে মাথা ঘোরাবে ‘ভোট কেনার জন্য নড্ডা ৫টি ব্যাগে করে টাকা এনেছিলেন’ বিস্ফোরক দাবি তেজস্বীর ভোটের মধ্যেই ময়নার বাকচায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের JEE Main-এ দুর্দান্ত ফল যমজ আরভ-আরুশের, দুজনের লক্ষ্য আইআইটিতে গণিত পড়া বিয়েতে মটন কারি কম পড়ায় ক্যাটারিং সংস্থার কর্মীদের মার, পালাতে গিয়ে মৃত ১ জোরকদমে চলছিল প্রচার, এরই মাঝে বাতিল হল বাংলার এই বিজেপি প্রার্থীর মনোনয়ন হয় গতজন্মে বাংলায় জন্মেছিলাম, নয়ত পরজন্মে বাংলার কোনও মায়ের কোলে জন্ম নেব: মোদী নেপাল–জাকির গোষ্ঠীদ্বন্দ্ব অতীত, তৃণমূল সুপ্রিমোর বার্তায় এক যুযুধান দু’‌পক্ষ

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.