HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > আদালত অবমাননায় প্রশান্ত ভূষণকে ১ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের, ব্যর্থ হলে ৩ মাসের জেলের সাজা

আদালত অবমাননায় প্রশান্ত ভূষণকে ১ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের, ব্যর্থ হলে ৩ মাসের জেলের সাজা

মামলাটি বিচারাধীন থাকার সময় মাঝেমধ্যেই সংবাদমাধ্যমে ভূষণের বিবৃতি, সাক্ষাৎকার দেওয়ার বিষয়টিও ভালোভাবে নেয়নি শীর্ষ আদালত।

প্রশান্ত ভূষণ (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

আদালত অবমাননার দায়ে প্রশান্ত ভূষণকে এক টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শীর্ষ আদালতের রেজিস্ট্রির কাছে সেই অর্থ জমা দিতে হবে। ওই সময়ের মধ্যে জমা দিতে না পারলে আইনজীবীকে তিন মাস জেলে থাকতে হবে এবং প্র্যাকটিসের উপর তিন বছরের নিষেধাজ্ঞা চাপানো হবে।

সোমবার বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বলে, ‘আমরা তাঁকে ক্ষমা চাওয়ার একাধিকবার সুযোগ দিয়েছি। অ্যাটর্নি জেনারেলও আদালতকে বলেছেন, উনি একবার ক্ষমা চাইলে মামলা বন্ধ করে দেওয়া হোক।’ কিন্তু ভূষণ সেরকম কোনও ক্ষমা চাননি বলে মন্তব্য করেছে ডিভিশন বেঞ্চ।

পাশাপাশি মামলাটি বিচারাধীন থাকার সময় মাঝেমধ্যেই সংবাদমাধ্যমে ভূষণের বিবৃতি, সাক্ষাৎকার দেওয়ার বিষয়টিও ভালোভাবে নেয়নি শীর্ষ আদালত। প্রখ্যাত আইনজীবী ও সমাজকর্মীর অতীতের কার্যধারাও বিবেচনা করা হয়েছে। তাতে আদালতের পর্যবেক্ষণ, নিজের মন্তব্যের জন্য আগেও ভূষণের বিরুদ্ধে অবমাননার মামলা চলেছে। ডিভিশন বেঞ্চ বলে, ‘বিচারব্যবস্থার কাজকর্মে হস্তক্ষেপ করার জন্য অবমাননাকারীর বিবৃতি আদালতে জমা দেওয়ার আগে সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছিল।’

এর আগে, গত ২৭ জুন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে একটি টুইট করেছিলেন ভূষণ। লেখেন, ‘সরকারিভাবে জরুরি অবস্থা না থাকা সত্ত্বেও গত ছ'বছরে কীভাবে ভারতের গণতন্ত্র ধ্বংস করা হয়েছে, তা দেখার সময় সেই ধ্বংসে ইতিহাসবিদরা সুপ্রিম কোর্টের ভূমিকা বিশেষভাবে চিহ্নিত করে রাখবেন এবং আরও বিশেষ করে ভারতের শেষ চারজন প্রধান বিচারপতির ভূমিকা (চিহ্নিত করবেন)।’ দু'দিন পর প্রধান বিচারপতি এস এ বোবদকে নিয়ে টুইট করেন বিখ্যাত আইনজীবী ও সমাজকর্মী। তিনি বলেন, ‘মাস্ক বা হেলমেট না পরেই নাগপুরের রাজভবনের এক বিজেপি নেতার ৫০ লাখ টাকার মোটরসাইকেল চালিয়েছেন ভারতের প্রধান বিচারপতি। সেই সময়, যখন তিনি সুপ্রিম কোর্টকে লকডাউন মোডে রেখে নাগরিকদের বিচার পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছেন।’ 

সপ্তাহদুয়েক পরে ভূষণের সেই টুইটের প্রেক্ষিতে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানান মেহেক মাহেশ্বরী নামে এক আইনজীবী। তবে পিটিশন দাখিলের আগে নিয়ম মোতাবেক অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপালের সম্মতি নেননি মাহেশ্বরী। মাহেশ্বরীর আর্জির ভিত্তিতে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ২২ জুলাই আইনজীবী ভূষণকে নোটিশ পাঠায় শীর্ষ আদালত।  

তারপর চলতি মাসের পাঁচ তারিখ শীর্ষ আদালতে সেই মামলার শুনানি হয় এবং ১৪ অগস্ট ভূষণকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। আদালত অবমাননার জন্য তাঁর কী শাস্তি হবে, সেই সিদ্ধান্তের জন্য ২০ অগস্ট মামলার শুনানি ধার্য করা হয়। সেদিন শুনানির সময় ভূষণ জানান, নিজের অবস্থানে অনড় রয়েছেন তিনি। একটি বিবৃতি পড়ে ভূষণ দাবি করেন, তাঁর উদ্দেশ্যের স্বপক্ষে কোনও প্রমাণ ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেদিন অবশ্য শাস্তি নিয়ে আর শুনানি হয়নি। বরং নিজের অবস্থান নিয়ে ভাবনাচিন্তা করে ক্ষমা চাওয়ার জন্য ভূষণকে দু'দিন মঞ্জুর করে শীর্ষ আদালত।

কিন্তু ২৪ অগস্টও নিজের অবস্থানে অনড় থাকেন ভূষণ। সুপ্রিম কোর্টে জানান, ভালো উদ্দেশ্যেই তিনি টুইট করেছিলেন। আদালত বা প্রধান বিচারপতিকে কালিমালিপ্ত করা তাঁর উদ্দেশ্য ছিল না। তিনি শুধুমাত্র গঠনমূলক সমালোচনা করেছিলেন। সেদিনও ক্ষমাও চাননি তিনি। 

তবে প্রশান্ত ভূষণকে শাস্তি না দেওয়ার জন্য শীর্ষ আদালতে আর্জি জানান অ্যাটর্নি জেনারেল। তিনি সওয়াল করেন, সতর্ক করে ছেড়ে দেওয়া হোক প্রখ্যাত আইনজীবীকে। যদিও বেঞ্চ জানায়, ক্ষমা চাইতে অস্বীকার করেছেন ভূষণ এবং নিজের অবস্থানেও অনড় রয়েছেন তিনি।

ঘরে বাইরে খবর

Latest News

সন্তানকে প্রতিদিন টিফিনে দিচ্ছেন পাস্তা? ঠিক করছেন কি 'আমার একটা সাইকেলও নেই,' দুর্নীতির প্রসঙ্গ তুলে তাঁর জীবনের লক্ষ্য জানালেন মোদী ICC Champions Trophy 2025: PCB বড় পদক্ষেপ, এবার IPL এর সঙ্গে সরাসরি সংঘাতে PSL ‘‌অনেক লোককে আজকাল কেনা–বেচা যায়’‌, সন্দেশখালির ভিডিয়ো ফাঁস নিয়ে মন্তব্য দিলীপের ৮০০-র জায়গায় লাগছে ৫০ টাকা! হাওড়ায় মেট্রোয় চালু হতেই ভাড়া কমল অ্যাপ ক্যাবের এবার টলিউড দেখবে জোড়া বিয়ে! এক সিরিয়ালের চার অভিনেতা একসঙ্গে যাচ্ছে ছাদনাতলায় IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার ‘কোভিড19 ভ্য়াকসিন নিতেই ক্লান্ত বোধ করছিলাম,হতে পারে সেজন্য হৃদরোগে আক্রান্ত হই’ অন্ত্রের স্বাস্থ্য ভালো না হলে বড় বিপদ! হজম শক্তি বাড়াতে করুন এই কাজ বজরং পুনিয়ার জন্য বড় ধাক্কা! কুস্তিগীরকে সাসপেন্ড করল NADA

Latest IPL News

ICC Champions Trophy 2025: PCB বড় পদক্ষেপ, এবার IPL এর সঙ্গে সরাসরি সংঘাতে PSL IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার IPl-এর ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড প্লেয়ার ম্যাক্সওয়েল- পার্থিবের মন্তব্যে বিতর্ক তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর অস্ট্রেলিয়ান হওয়ার পরেও ও অনেক বেশি ভারতীয়- ওয়ার্নারকে নিয়ে ফ্রেজারের দাবি সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB 'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ