গত বছর নভেম্বর মাসে নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে এর ৭২ বছর বয়সি মহিলার গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে এয়ার ইন্ডিয়ার ওই বিমানে থাকা যাত্রী শঙ্কর মিশ্রর বিরুদ্ধে। কেন্দ্র ও ডিজিসিএকে নোটিস পাঠিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই ঘটনা ঘিরে এসওপি তৈরি করতে।
1/4এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলা যাত্রীর গায়ে পুরুষ যাত্রীর প্রস্রাবকাণ্ড ঘিরে এবার মামলা সুপ্রিম কোর্টে। ওই ৭২ বছর বয়সি মহিলা যাত্রীর আবেদনের ভিত্তিতে এবার কেন্দ্র, ডিজিসিএকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। এই নোটিসে একটি ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর’ তৈরির কথা বলেছে সুপ্রিম কোর্ট।
2/4গত বছর নভেম্বর মাসে নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে এর ৭২ বছর বয়সি মহিলার গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে এয়ার ইন্ডিয়ার ওই বিমানে থাকা যাত্রী শঙ্কর মিশ্রর বিরুদ্ধে। কেন্দ্র ও ডিজিসিএকে নোটিশ পাঠিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই ঘটনা ঘিরে এসওপি তৈরি করতে। কোর্ট জানতে চেয়েছে, এমন ধরনের ঘটনা ঘটলে কী পদক্ষেপ গ্রহণ করা যায়? সেক্ষেত্রে গাইডলাইন তৈরি নিয়ে এসওপি তৈরির প্রসঙ্গে গিয়েছে নোটিশ। কোর্ট বলেছে, জুলাইতে গরমের ছুটি শেষ হলে তারপর এই মামলার শুনানি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/4এই মামলায় কেন্দ্র যাতে স্ট্যান্ডার্ড অপরেটিং প্রসিডিওর শুরু করে, তার নির্দেশ এসেছে সুপ্রিম কোর্ট থেকে। কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতাকে এই ইস্যুতে সহযোগিতা করতে বলা হয়েছে। এদিনের নোটিস, কেন্দ্র, ডিজিসিএ ও এয়ার ইন্ডিয়া সমেত সমস্ত এয়ারলাইন্সের কাছে গিয়েছে। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি দিল্লি কোর্টে এই প্রস্রাবকাণ্ডে জামিন পান অভিযুক্ত শঙ্কর মিশ্র।ব্যক্তিগত ১ লাখ টাকার বন্ডে তিনি জামিন পান। এছাড়াও তাঁর জামিন পাওয়ার একাধিক শর্ত রয়েছে, সেই শর্ত সাপেক্ষে এই জামিন মিলেছে শঙ্কর মিশ্রর। (PTI Photo/Ravi Choudhary)