বাংলা নিউজ > ঘরে বাইরে > AI Urination Case: এয়ার ইন্ডিয়া প্রস্রাব কাণ্ডের মতো ঘটনায় কী করণীয়? গাইডলাইন নিয়ে সুপ্রিম নোটিশ কেন্দ্র, ডিজিসিএ-কে

AI Urination Case: এয়ার ইন্ডিয়া প্রস্রাব কাণ্ডের মতো ঘটনায় কী করণীয়? গাইডলাইন নিয়ে সুপ্রিম নোটিশ কেন্দ্র, ডিজিসিএ-কে

গত বছর নভেম্বর মাসে নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে এর ৭২ বছর বয়সি মহিলার গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে এয়ার ইন্ডিয়ার ওই বিমানে থাকা যাত্রী শঙ্কর মিশ্রর বিরুদ্ধে। কেন্দ্র ও ডিজিসিএকে নোটিস পাঠিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই ঘটনা ঘিরে এসওপি তৈরি করতে। 

অন্য গ্যালারিগুলি