বাংলা নিউজ > ঘরে বাইরে > Adani Shares: ১ লাখ টাকা বেড়ে ৫ লাখ! আদানির এই ৩ শেয়ারেই বড়লোক অনেকে

Adani Shares: ১ লাখ টাকা বেড়ে ৫ লাখ! আদানির এই ৩ শেয়ারেই বড়লোক অনেকে

ছবি সূত্র : রয়টার্স (Reuters)

Best Shares From Adani Group: আদানি গ্রুপের এই ৩টি শেয়ারে দারুণ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ঠিক মতো টাকা ধরে রাখলে ৫ গুণ অবধি মুনাফার সুযোগ মিলেছে এই শেয়ারগুলিতে। এক নজরে দেখে নিন কোন কোন শেয়ারের কথা বলা হচ্ছে। 

আদানি গ্রুপের ৩টি শেয়ারে মালামাল। গত এক বছরে সবচেয়ে জনপ্রিয় মাল্টিব্যাগার স্টক এগুলি। কিছু ক্ষেত্রে বিনিয়োগকারীদের টাকা প্রায় চারগুণ বেড়েছে। এই বাজারে নেহাত্ মুখের কথা নয়।

আদানি পাওয়ার তার ৫২-সপ্তাহের সর্বনিম্ন, ৭০.৩৫ টাকা থেকে প্রায় ৫ গুণ বেড়ে ৩৫৪ টাকায় পৌঁছে গিয়েছে। আদানি গ্যাস ৮৪৩ টাকার সর্বনিম্ন থেকে বেড়ে ৩,৩৮৯ টাকায় পৌঁছে গিয়েছে। আদানি ট্রান্সমিশন ৮৯৪ টাকা থেকে বেড়ে ৩,৫৪৮ টাকা ছুঁয়ে ফেলেছে।

এক বছরেরও কমে প্রায় ৫ গুণ রিটার্ন

বৃহস্পতিবার আদানি পাওয়ার ৩৪৭.২৫ টাকায় ক্লোজ হয়েছে। এটি গত এক বছরে ২৮৪.৭৬% রিটার্ন দিয়েছে। আদানি পাওয়ারের শেয়ারের দাম গত এক সপ্তাহে ৬.৩৮% বেড়েছে। গত এক মাসে ৩০.৮৮% বেড়েছে।

এটি গত ৩ মাসে ২৮.৫৯% রিটার্ন দিয়েছে।

গত তিন বছরে ৪৫৭% রিটার্ন দিয়েছে।

৫ বছরে ৯৪১% রিটার্ন দিয়েছে।

আদানি গ্যাসে ৩ বছরে ২০৭৬% মুনাফা

বৃহস্পতিবার NAE-তে আদানি গ্যাস ৩৩৪৯.৬৫ টাকায় ক্লোজ হয়েছে। গত এক সপ্তাহে আদানি গ্যাসের শেয়ারের ১১.৪৪% দাম বেড়েছে।

আদানি গ্যাসের শেয়ারের দাম গত এক মাসে প্রায় ৪০% বেড়েছে।

গত ৩ মাসে প্রায় ৩৬% বেড়েছে।

যদি আমরা গত ১ বছরের হিসাব করি, সেক্ষেত্রে এটি ২৭০.৯৭% রিটার্ন দিয়েছে

গত ৩ বছরে ২০৭৬% লাভ দিয়েছে আদানি গ্যাসের শেয়ার।

আদানি ট্রান্সমিশনে ৫ বছরে ২৭৫১% রিটার্ন

বৃহস্পতিবার আদানি ট্রান্সমিশনের শেয়ার ৩৫৩০.৪৫ টাকায় ক্লোজ হয়েছে।

আদানি ট্রান্সমিশনের শেয়ারের দাম গত এক সপ্তাহে ১৭% বেড়েছে। গত ১ মাসে এটি ৪৫% বেড়েছে।

আদানি ট্রান্সমিশনের শেয়ারের দাম গত ৩ মাসে ২৬% বেড়েছে। যদি গত 3 বছরের হিসাব করা হয়, সেক্ষেত্রে এটি ১৬০৮% এবং ৫ বছরে ২৭৫১% রিটার্ন দিয়েছে।

বন্ধ করুন