মাশা আমিনির মৃত্যুর পর থেকেই ইরানে শুরু হয়েছে হিজাব বিরোধী আন্দোলন। হিজাব পরার বাধ্যবাধকতার বিরুদ্ধে সুর চড়িয়ে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। মহিলারা প্রকাশ্যে হিজাব পুড়িয়ে সরকার বিরোধী স্লোগান তুলছেন মাঝ রাস্তায় দাঁড়িয়ে। রাস্তায় দাঁড়িয়েই নিজেদের চুল কেটে প্রতিবাদ জানাচ্ছেন অনেকে। মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ডে দাঁড়িয়ে একা চুল কেটে মাশার মৃত্যুর প্রতিবাদ জানিয়েছিলেন ইরানি অভিনেতা মন্দনা করিমি। এই আবহে এবার মুখ খুললেন বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। তাঁর প্রশ্ন, মন্দনা করিমিকে কেন এই হিজাব বিরোধী প্রতিবাদে একা দেখা গেল?
একটি টুইট বার্তায় তসলিমা লেখেন, ‘ইরানি অভিনেত্রী মন্দনা করিমি হিজাবের বিরুদ্ধে মুম্বইয়ে একা প্রতিবাদ জানান। কেন তিনি একা প্রতিবাদ জানাচ্ছেন? হিজাব পরতে বাধ্য হওয়া মুম্বইয়ের মুসলিম নারীরা কেন তাঁর সঙ্গে যোগ দিচ্ছেন না?’
জন্মসূত্রে ইরানি হলেও কর্মসূত্রে মুম্বইতে থাকেন মন্দনা। গত সপ্তাহে ১৭ মিনিট লম্বা একটি ভিডিয়ো তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাতে দেথা যায় মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ডে দাঁড়িয়ে একাই নিজের চুল কেটে ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন মন্দনা। ক্যাপশনে লিখেছিলেন, ‘ইরানের জন্য, আমার মায়ের কান্নার জন্য, আমার ভাইয়ের ভাঙা মুখ এবং হৃদয়ের জন্য, ঘুমহীন রাতের জন্য, জীবনের স্বাধীনতার জন্য।’
প্রসঙ্গত, সম্প্রতি ইরানে মাশা আমিনি নামক এক যুবতী ‘ঠিক করে’ হিজাব না পরায় পুলিশি অত্যাচারের শিকার হন। এরপর তাঁর মৃত্যু হয়েছিল। এরপর থেকেই সেদেশে মহিলারা হিজাবের বাধ্যবাধকতার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। বহু বিক্ষোভকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তবে প্রতিবাদ থামেনি। রাস্তায় দাঁড়িয়ে হিজাব পুড়িয়েছেন মেয়েরা। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে নিজেদের চুল কেটে প্রতিবাদ জানিয়েছেন শ’য়ে শ’য়ে মহিলা।