কেন্দ্র সরকারের বিরুদ্ধে সংসদের বাইরে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় এক গবেষক ছাত্রকে সাসপেন্ড করল টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস (টিআইএসএস)। ওই ছাত্রের নাম রামদাস প্রিনি শিবানাদন। তাঁকে ২ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও টিআইএসএসের যেকোনও ক্যাম্পাসে ওই ছাত্রের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ছাত্রকে সাসপেন্ড করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রতিষ্ঠানের আধিকারিকরা।
আরও পড়ুন: TISS সোসাইটির ‘মাথায়’ কেন্দ্র, টাটা ট্রাস্টের থাকবে ১ সদস্য
জানা গিয়েছে, টিআইএসএস-এর ছাত্র সংগঠন প্রগতিশীল ছাত্র ফোরামের (পিএসএফ) তরফে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। গত জানুয়ারিতে নয়াদিল্লিতে সংসদের বাইরে সেই বিক্ষোভ দেখানো হয়েছিল। তাতে অংশগ্রহণ করেছিলেন রামদাস। তাতে যোগ দিয়েছিল ১৬ টি ছাত্র সংগঠন। তাদের স্লোগান ছিল, ‘সংরক্ষণ করুন, ভারত বাঁচাও, বিজেপিকে হঠাও।’ এরপরেই রামদাসকে গত ৭ মার্চ রেজিস্ট্রারের অফিস থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। অবশেষে তাঁকে সাময়িক বরখাস্ত করা হল।
রামদাসকে সাসপেন্ডের কারণ সম্পর্কে প্রতিষ্ঠানের একজন আধিকারিক জানান, প্রতিটি শিক্ষার্থীকে অবশ্যই প্রতিষ্ঠানের কিছু শৃঙ্খলাবিধি অনুসরণ করে চলতে হয়। ওই ছাত্র সেই সমস্ত বিধি নিষেধ লঙ্ঘন করেছেন। সেই কারণে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ আধিকারিক আরও জানান, রামদাস টিআইএসএসের নামে প্রতিবাদ করতেন। তিনি দাবি করেছিলেন, যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। এর আগে এরজন্য তাঁকে বেশ কয়েকটি নোটিশও পাঠানো হয়েছিল। প্রতিবারই তার জবাব দিয়েছেন। সংসদের বাইরে বিক্ষোভ মিছিলে তিনি টিআইএসএসের নাম ব্যবহার করেছেন। আধিকারিকের বক্তব্য, এভাবে তিনি ব্যক্তিগত লাভের জন্য প্রতিষ্ঠানের নাম ব্যবহার করতে পারেন না।
আরও পড়ুন: JU-এর ছাত্রীকে ধর্ষণে তদন্ত কমিটি গঠন, রিপোর্ট চাইল উচ্চশিক্ষা দফতর
আধিকারিক জানান, এই ধরনের ছাত্রদের উদ্দেশ্য পড়াশোনা নয়। আসলে তাদের উদ্দেশ্য হল রাজনৈতিক কার্যকলাপ ছড়িয়ে দেওয়া। রামদাস ছাড়াও আরও বেশ কয়েকটি ছাত্রকে শৃঙ্খলাবিধি ভঙ্গ করার জন্য সাসপেন্ড করা হয়েছে বলে ওই আধিকারিক জানিয়েছেন।
আরও জানা গিয়েছে, শুধু বিক্ষোভই নয়, সাসপেনশনের অন্য একটি কারণ ছিল সোশ্যাল মিডিয়ায় রামদাসের পোস্ট। ওই পোস্টে তিনি ছাত্রদের ‘রাম কে নাম’ ডকুমেন্টারি দেখার আহ্বান জানিয়েছেন। ইনস্টিটিউটটি তাঁর পোস্টটিকে ‘দেশবিরোধী’ কাজ বলে মনে করেছে।