বাংলা নিউজ > ঘরে বাইরে > Thailand bomb explosion: বিস্ফোরণে কেঁপে উঠল থাইল্যান্ডে, পুলিশি এলাকায় বোমা ফেটে মৃত ১, আহত ১০

Thailand bomb explosion: বিস্ফোরণে কেঁপে উঠল থাইল্যান্ডে, পুলিশি এলাকায় বোমা ফেটে মৃত ১, আহত ১০

বোমা বিস্ফোরণে কাংপল থাইল্যান্ড

থাইল্যান্ডে বোমা বিস্ফোরণের ঘটনায় আহতের সংখ্যা প্রাথমিকভাবে ১০ জন। মৃত্যু হয়েছে ১ জনের। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তাদের হদিশ মেলেনি।

থাইল্যান্ড কেঁপে উঠল বিস্ফোরণের শব্দে। সেখানে দক্ষিণ থাইল্যান্ডে পুলিশ কম্পাউন্ডের মধ্যে বোমা বিস্ফোরণের ফলে মৃত্যু হয়েছে একজনের। আহতের সংখ্যা প্রাথমিকভাবে ১০ জন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তাদের হদিশ মেলেনি।

সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, একটি গাড়িবোমা বিস্ফোরণের ফলেই এই ঘটনা ঘটে গিয়েছে। লেফ্টন্যান্ট কর্নেল নীতি সুকসান জানিয়েছেন, ‘মৃতের সংখ্যা বেড়ে চলার আশঙ্কা রয়েছে।’ জানা গিয়েছে, যে ব্যক্তি ঘটনায় মারা গিয়েছেন, তিনি পেশায় পুলিশ কর্মী। তবে বাকি যাঁরা আহত হয়েছেন তাঁদের পরিচিতি জানা যায়নি। কীভাবে এই ঘটনা ঘটে গেল তাও প্রাথমিকভাবে জানা যাচ্ছে না। জানা গিয়েছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, হাসপাতালে ধিরে ধিরে বাড়ছে আহতের সংখ্যা। তবে এখনও পর্যন্ত কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ফলে প্রশ্ন উঠছে, কে বা কারা এই ভয়ানক হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছেন, তা নিয়ে।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই একাধিক ছবি এই বিস্ফোরণ ঘিরে উঠে আসতে শুরু করেছে। দেখা যাচ্ছে, কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে। একটি বিশেষ গাড়ি থেকে এই ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। তবে সেই সোশ্যাল মিডিয়া ফুটেজের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। প্রসঙ্গত, দক্ষিণ থাইল্যান্ডের একটি অংশ মালয়েশিয়ার সীমান্ত সংলগ্ন। সেখানে প্রায়শই অনুপ্রবেশের সমস্যা দেখা যায়। থাইল্যান্ডের নারাথিওয়াত, পাট্টানি, ইয়ালাতে প্রায়শই সংঘাত দেখা যায়। এলাকার একটা অংশ আলাদা ভূখণ্ডের দাবিতে সরব হয়ে বিচ্ছিন্নকার সুর ধরেছে। এই বিস্ফোরণ সেই গোষ্ঠীরই হামলা কি না, তা নিয়ে জল্পনা রয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন