বাংলা নিউজ > ঘরে বাইরে > Titanic pose in Scooty: চলন্ত স্কুটিতে টাইটানিকের ভঙ্গি, ধপাস করে পড়লেন তরুণী, দেখুন Video, বড় জরিমানা করল পুলিশ

Titanic pose in Scooty: চলন্ত স্কুটিতে টাইটানিকের ভঙ্গি, ধপাস করে পড়লেন তরুণী, দেখুন Video, বড় জরিমানা করল পুলিশ

চলন্ত স্কুটিতে এভাবেই টাইটানিকের ভঙ্গি দেখিয়েছিলেন এক তরুণী। ছবি এক্স

একটি চলন্ত স্কুটির পেছনে রীতিমতো দাঁড়িয়ে পড়েছেন ওই তরুণী। এরপর তিনি তার উপর টাইটানিকের নায়িকার মতো দুহাত ছড়িয়ে দিলেন।

দোলে শুধু যে রঙ খেলা হয় এমনটাই নয়। রঙ খেলার বাইরেও এমন অনেক কিছু হয় যা দেখলে চোখ একেবারে ছানাবড়া হয়ে যায়। আর সেসব একেবারে ফূর্তিরই অঙ্গ। কিন্তু এই ফূর্তি করতে গিয়ে অনেকক্ষেত্রে বিপজ্জনক পরিণতিও হয়। তেমনই একটি ভিডিয়ো সামনে এসেছে। নয়ডায় এই ঘটনাটি হয়েছে বলে মনে করা হচ্ছে।

সেখানে দেখা যাচ্ছে একটি চলন্ত স্কুটিতে টাইটানিকের সেই বিখ্য়াত ভঙ্গিমা করছেন এক তরুণী। একেবারে সিটের দাঁড়িয়ে তাঁর এই স্টান্ট। দুহাত ছড়িয়ে তিনি এমন ভঙ্গিমা করছেন যেন টাইটানিকের উপর রয়েছেন। তবে পুলিশ অবশ্য় ব্যাপারটা অত সহজভাবে নিচ্ছে না।

সেই সংক্রান্ত ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, একটি চলন্ত স্কুটির পেছনে রীতিমতো দাঁড়িয়ে পড়েছেন ওই তরুণী। এরপর তিনি তার উপর টাইটানিকের নায়িকার মতো দুহাত ছড়িয়ে দিলেন। এদিকে এভাবে স্টান্ট করতে গিয়ে যেকোনও সময় বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। এদিকে সোশ্য়াল মিডিয়ায় সেই ভিডিয়ো আসতেই নানা মন্তব্য করছেন নেটিজেনরা।

 

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি স্কুটি চালাচ্ছেন এক যুবক। পেছনে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। রঙ মেখেছেন তিনি। এরপর দুহাত তুলে তিনি টাইটানিকের সেই বিখ্য়াত দৃশ্যের মতো ভঙ্গি করেন। এরপরই দেখা যায় তিনি ধপাস করে পড়ে গেলেন স্কুটি থেকে। তবে স্কুটিটি আস্তে চালানো হচ্ছিল। সেক্ষেত্রে বড় কোনও আঘাত লাগেনি তরুণীর।

তবে জীবনকে বাজি রেখে ভিডিয়ো তুলে তা সোশ্য়াল মিডিয়ায় আপলোড করার পেছনে কী যুক্তি রয়েছে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। দোলের আনন্দ যে কোনও সময়ে দুঃখে পরিণত হতে পারত সেটা বলাই যায়।

এদিকে সেই স্কুটি চালকের বিরুদ্ধে ৩৩ হাজার টাকার চালান কেটেছে পুলিশ। এক নেটিজেন লিখেছেন, মনে হচ্ছে ইচ্ছে করে তাকে ফেলে দেওয়া হল। অপরজন লিখেছেন কারোর ইচ্ছা হলে করতেই পারে। অপর একজন লিখেছেন, এরকম করলে তো খুলি উড়ে বেরিয়ে যাবে। অপর একজন লিখেছেন নয়ডা পুলিশ নতুন একটা খেলনা পেল খেলার জন্য।

এদিকে অনেকের মতে এই ধরনের স্টান্ট অত্যন্ত বিপজ্জনক হয়ে যেতে পারত। যেভাবে ওই তরুণী পড়ে যান তাতে বড় কোনও ক্ষতি হয়ে যেতে পারত। তবে পুলিশ অবশ্য় এই ঘটনায় অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছে।

 

পরবর্তী খবর

Latest News

রবিতেও ভারী বৃষ্টি চলবে! ৬০ কিমিতে ঝড় উঠবে কোন কোন জেলায়? কতদিন ভাসবে বাংলা? আগামিকাল জীবনের জট কাটবে? রবিবারে ভাগ্য কেমন থাকবে? জানুন ১৫ সেপ্টেম্বরের রাশিফল কলতান–সঞ্জীবের একসপ্তাহের পুলিশ হেফাজত, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিশিযাপন ‘কলকাতা পুলিশের ক্ষমতা সীমিত’, বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি সুকান্তর ‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও পালটা জবাব হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে IPL রিটেনশন নিয়ে সাসপেন্স আরও বাড়তে চলেছে, দাবি নয়া রিপোর্টে ‘‌এটা খুব খারাপ লেগেছে’‌, মুখ্যমন্ত্রীর মন্তব্যে দুঃখিত নির্যাতিতার বাবা–মা মুম্বই সিটির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র মোহনবাগানের, দায় স্বীকার কোচ মোলিনার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.