গত শুক্রবার বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সভায় যোগ দেন রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী প্রসাদী লাল মীনা। সেখানেই বক্তব্য রাখার সময় তিনি সাফ জানান, ক্যানসারের একমাত্র কারণ তামাক নয়। এমন বক্তব্যের 'কারণ' ব্যাখ্যা করে রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাঁরা তামাক সেবন করেন না বা বিড়িতে আগ্রহ নেই যাঁদের , তাঁদেরও ক্যানসার হয়।
ক্যানসার সংক্রান্ত আলোচনা নিয়ে ওই সভায় যোগ দিয়ে রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী বলেন,' যাঁরা তামাক সেবন করেন না তাঁদেরও ক্যানসার হয়। আবার দেখা যায়, যাঁরা তামাক প্রবলভাবে সেবন করেন, তাঁরা ক্যানসারে আক্রান্ত হচ্ছেন না। আমি এমন এক গ্রামে বসবাস করতাম, যেখানে অনেকেই দিনে ২০ বার তামাক সেবন করতেন। আর তাঁরা জীবনেও ক্যানসারের শিকার হননি। এমনি ১০০ বছর, ৮০ বছর পরও তাঁরা ক্যানসারের শিকার হননি। এদিকে, যাঁরা তামাক সেবন করতেন না, তাঁরা ক্যানসারে আক্রান্ত হয়েছেন।' উল্লেখ্য, অনুষ্ঠানে মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাজ্যে তামাক সেবন রুখতে রাজ্যসরকার কী কী পদক্ষেপ নিচ্ছে। তার উত্তরেই একথা জানিয়েছেন রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী। একধাপ এগিয়ে তিনি বলেন,' এমনকি শহরগুলিতেও এটা (ক্যানসার) হচ্ছে। যাঁরা সেখানে বিড়ির দ্বারা ধূমপান করেন না, তাঁদের হচ্ছে ক্যানসার। ক্যানসারের সঙ্গে তামাক বা বিড়ির কোনও যোগ নেই। ক্যানসার যে কারোর হতে পারে। এটা খাদ্যাভ্যাস, পানের অভ্যাস, জীবনযাপন থেকে হতে পারে। এর সঙ্গে তামাকের কোনও সম্পর্ক নেই।'
উল্লেখ্য, রাজস্থানে ভয়াবহ আকার নিচ্ছে ক্যানসার। এক অনুষ্ঠানে সেখানের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত দুই মাসে রাজ্যে আরলি ডিটেকশন ভ্যানের সাহায্যে চার হাজার মানুষকে পরীক্ষা করা হয়। আর তাতে দেখা গিয়েছে, ২৭৮ জন রোগী ক্যানসারের শিকার। এই বিষয়ে সহমত পোষণ করেছেন রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী প্রসাদী লাল মীনা। তিনি জানান, যাঁদের শরীরে ক্যানসারের চিহ্ন দেখা গিয়েছে, তাঁরা আপাতত ভর্তি হাসপাতালে। চলছে চিকিৎসা।