বজ্র আঁটুনি ফস্কা গেরো। গ্রিনল্যান্ডের কাছে কাদামাটিতে আটকে পড়ল একটি বিলাসবহুল প্রমোদতরী। তিনতলার মতো থাকে থাকে গড়ন সেই জাহাজের। যাত্রীদের জন্য বিলাসিতার ছড়াছড়ি অন্দরে। সেই প্রমোদতরীই আটকে পড়ল কাদামাটিতে। গত সোমবার ওই ঘটনা ঘটে। সমুদ্রের নিচে জমে থাকা মাটিতেই আটকেছে প্রমোদতরীর তলদেশ। তার পর থেকে দক্ষ অফিসাররা অনেক চেষ্টা করেছেন জাহাজটিকে বার করে আনার। কিন্তু লাভ হয়নি। ইতিমধ্যেই একটি ট্রলার পাঠানো হয়েছিল প্রমোদতরীর উদ্ধারকাজে। তা দিয়েও একচুল নড়ানো যায়নি বিশালাকার জলযানকে।
(আরও পড়ুন: পিতলের পদ্ম থেকে দার্জিলিংয়ের চা, জি২০ অতিথিদের উপহারের সম্ভার দিল ভারত)
এই প্রমোদতরীতে চড়তে হলে বিপুল অঙ্কের টাকা দিতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। সেই টাকা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ লাখ। প্রমোদতরীর ভিতর প্রায় সবরকম সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা থাকে। এতরকম ব্যবস্থা সত্ত্বেও হঠাৎই আনন্দে ছেদ পড়ল। সোমবার কাদামাটিতে আটকে নড়চড়াই বন্ধ হয়ে যায় জাহাজের। এর মধ্যে বুধবার একটি ট্রলার গিয়েছিল প্রমোদতরী উদ্ধারকাজে। জোয়ারে বেড়ে ওঠা জলের সাহায্য নিয়ে প্রমোদতরীটি টেনে বার করার চেষ্টা হয়। কিন্তু সম্ভব হয়ে ওঠেনি।
(আরও পড়ুন: ‘ভিন গ্রহের প্রাণীর’ হাজার বছর পুরনো মরদেহ দেখানো হল মেক্সিকোর সংসদে!)
আপাতত বিপর্যয় সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে ডেনমার্কে জয়েন্ট আর্কটিক কমান্ড। তিনি এই দিন সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ভিতরের যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যেই রয়েছেন। তাদের এখনও পর্যন্ত কোনও অসুবিধা হচ্ছে না। এমনকী আবহাওয়াও ওই অঞ্চলে খারাপ হয়নি। ফলে নিয়ন্ত্রণেই রয়েছে পরিস্থিতি। যদিও ইতিমধ্যে উদ্ধারকাজের পরিকল্পনা করছে ওই বিপর্যয় মোকাবিলা বাহিনী। যাত্রী ও কর্মীদের মিলিয়ে ২০৬ জন ওই প্রমোদতরীতে আটক রয়েছেন। তাদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকটাও নজর রাখছে কর্তৃপক্ষ।
কীভাবে উদ্ধার করা হবে ওই যাত্রীদের? বাহিনী প্রধান সংবাদ সংস্থাকে বলেন, একটি টহলদারি যান এসে পৌঁছাবে এলাকায়। সেই যানের মাধ্যমেই উদ্ধার করা হবে আটকে থাকা যাত্রীদের। সেই যাত্রীদের পৌঁছে দেওয়া হবে নিরাপদ স্থানে। ডেনমার্ক বাহিনীর ওই বিশেষ যান শুক্রবার দুপুরে এসে পৌঁছাবে বলে খবর। তার পরই শুরু হবে উদ্ধারকাজ। ততক্ষণ গোটা পরিস্থিতিতে নজর রাখছে উদ্ধার বাহিনী ও প্রমোদতরী সংস্থার কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ওই প্রমোদতরী আদতে অস্ট্রেলিয়ার সংস্থা অরোরা এক্সপেডিশনের। সেই সংস্থার তরফেও যাত্রীরা সুরক্ষিত আছে বলে বিবৃতি জারি করা হয়।