বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘২০২৩-এ চাই ৭০% ভোট’, ত্রিপুরায় BJP-র জন্য বড় লক্ষ্য স্থির করলেন বিপ্লব দেব

‘২০২৩-এ চাই ৭০% ভোট’, ত্রিপুরায় BJP-র জন্য বড় লক্ষ্য স্থির করলেন বিপ্লব দেব

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব (ফাইল ছবি পিটিআই) (PTI)

পুর ভোটে বিজেপি ৩৩৪টির মধ্যে ৩২৯টি আসন জিতেছে। ভোট পেয়েছিল ৫৯ শতাংশ। 

বাম-কংগ্রেস-তৃণমূলের চ্যালেঞ্জকে পার করে ত্রিপুরার স্থানীয় পুর ভোটে বিপুল জয়লাভ করে বিজেপি। আর এই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে ২০২৩ সালের বিধানসভার নির্বাচনে দলকে কঠিন লক্ষ্য স্থির করে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার এক জনসভায় বিপ্লব দলীয কর্মীদের উদ্দেশে বলেন যে আগামী বিধানসভা নির্বাচনে তিনি চান যাতে বিজেপি রাজ্যে ৭০ শতাংশ ভোট পায়।

বুধবার আগরতলা পুরসভার কাউন্সিলরদের শপথগ্রহণের অনুষ্ঠানে যোগ দেন বিপ্লব দেব। সেখানেই বিপ্লব দেব বলেন, ‘মানুষ বারবার আমাদের ভোট দিয়েছে বলে আমাদের ভোটের হার বেড়েছে। আমরা পুর নির্বাচনে ৬০ শতাংশ ভোট পেয়েছি এবং ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে আমরা ৭০ শতাংশ ভোট পাব।’ উল্লেখ্য, আগরতলা পুর নির্বাচনে ৫১টি আসনের সবকটিতেই জিতেছে বিজেপি। 

সদ্য অনুষ্ঠিত পুর ভোটে বিজেপি ৩৩৪টির মধ্যে ৩২৯টি আসন জিতেছে। যার মধ্যে ১১২টি আসনে দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল। যে আসনগুলিতে ভোট হয়েছে, তাতে বিজেপি প্রাপ্ত ভোটের ৫৯ শতাংশ পেয়েছে। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)১৮.১ শতাংশ ভোট পেয়েছে এবং তিনটি আসনে জিতেছে। রাজ্যে স্থানীয় ভোটে দ্বিতীয় স্থানে ছিল বামপন্থীরা। সেখানে তৃণমূল কংগ্রেস মাত্র একটি আসন এবং ১৬.৪ শতাংশ ভোট পেয়েছে। আগরতলায় অবশ্য বামেদের থেকে তৃণমূলের ফল তুলনামূলক ভালো। সেখানে ৪০টিরও বেশি আসনে তৃণমূল দ্বিতীয় স্থান লাভ করেছে।

এই আবহে নবনির্বাচিত কাউন্সিলরদের তিন ‘স’ ও তিন ‘ন’ ফর্মুলায় কাজ করতে বলেছেন বিপ্লব দেব। তিন ‘স’ ফর্মুলা হল – সংবাদ, স্বভাব, সদাচার। আর তিন ‘ন’ ফর্মুলা হল – নিয়ত, নীতি, নিয়ম। বিপ্লব দেব বলেন, ‘সাফল্যের কোনও শর্টকাট নেই। ভালো কাজ করুন এবং আপনার ভবিষ্যতের দরজাগুলি আপনার জন্য খুলে যাবে ধীরে ধীরে। আগরতলাকে দেশের স্মার্ট সিটির তালিকায় শীর্ষস্থানে নিয়ে যেতে হবে। উত্তর-পূর্বের সমস্ত রাজ্যের মধ্যে আগরতলায় প্রথমবারের মতো ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার খোলা হয়েছে। সে লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করব।’

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

এবার বিসর্জনের বাবুঘাটেও উঠল স্লোগান, জাস্টিস ফর আরজি কর! পুলিশ কি এবার ধরবে? আটপৌরে শাড়িতে যেন রাজ-রানি! ঢাকের তালে সিঁদুর খেলায় মাতলেন কাজল, চলল কোলাকুলি ‘আসছে বছর আবার হবে’ বিজয়া দশমীতে প্রিয়জনদের জানান এই শুভেচ্ছাবার্তা দীপাবলির আগে রাজপুত্রের উদয়, ৩ রাশির হবে আচমকা অর্থ লাভ, মিটবে অমীমাংসিত কাজ 'আপনাকে সরাসরি বিজেপি নেতাই মনে হল…' RSS প্রধান মোহন ভাগবতকে নিশানা করলেন কুণাল হোটেলের কনফারেন্স হল বুকিং করেও বাতিল, তেতে উঠল বেসরকারি হাসপাতালের ডাক্তাররা হাড় হিম করা ছবি বিশ্বকাপে! মাঠে আছড়ে পড়ে যন্ত্রণায় ছটফট করলেন অজি তারকা-Video বাংলাদেশে পুজোয় ৩৫টি অপ্রীতিকর ঘটনা, নেওয়া হয়েছে পদক্ষেপ, জানালেন IGP 'বারবার হচ্ছে, এবার…..', দুর্গাপুজোয় বোমা ছোড়ার পরে বাংলাদেশকে হুঁশিয়ারি ভারতের অষ্টমীর রাতে লোকালয়ে ঢুকে তাণ্ডব দাঁতালের, হাতির হানায় মৃত্যু শিশুর, আহত মা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.