বাম-কংগ্রেস-তৃণমূলের চ্যালেঞ্জকে পার করে ত্রিপুরার স্থানীয় পুর ভোটে বিপুল জয়লাভ করে বিজেপি। আর এই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে ২০২৩ সালের বিধানসভার নির্বাচনে দলকে কঠিন লক্ষ্য স্থির করে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার এক জনসভায় বিপ্লব দলীয কর্মীদের উদ্দেশে বলেন যে আগামী বিধানসভা নির্বাচনে তিনি চান যাতে বিজেপি রাজ্যে ৭০ শতাংশ ভোট পায়।
বুধবার আগরতলা পুরসভার কাউন্সিলরদের শপথগ্রহণের অনুষ্ঠানে যোগ দেন বিপ্লব দেব। সেখানেই বিপ্লব দেব বলেন, ‘মানুষ বারবার আমাদের ভোট দিয়েছে বলে আমাদের ভোটের হার বেড়েছে। আমরা পুর নির্বাচনে ৬০ শতাংশ ভোট পেয়েছি এবং ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে আমরা ৭০ শতাংশ ভোট পাব।’ উল্লেখ্য, আগরতলা পুর নির্বাচনে ৫১টি আসনের সবকটিতেই জিতেছে বিজেপি।
সদ্য অনুষ্ঠিত পুর ভোটে বিজেপি ৩৩৪টির মধ্যে ৩২৯টি আসন জিতেছে। যার মধ্যে ১১২টি আসনে দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল। যে আসনগুলিতে ভোট হয়েছে, তাতে বিজেপি প্রাপ্ত ভোটের ৫৯ শতাংশ পেয়েছে। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)১৮.১ শতাংশ ভোট পেয়েছে এবং তিনটি আসনে জিতেছে। রাজ্যে স্থানীয় ভোটে দ্বিতীয় স্থানে ছিল বামপন্থীরা। সেখানে তৃণমূল কংগ্রেস মাত্র একটি আসন এবং ১৬.৪ শতাংশ ভোট পেয়েছে। আগরতলায় অবশ্য বামেদের থেকে তৃণমূলের ফল তুলনামূলক ভালো। সেখানে ৪০টিরও বেশি আসনে তৃণমূল দ্বিতীয় স্থান লাভ করেছে।
এই আবহে নবনির্বাচিত কাউন্সিলরদের তিন ‘স’ ও তিন ‘ন’ ফর্মুলায় কাজ করতে বলেছেন বিপ্লব দেব। তিন ‘স’ ফর্মুলা হল – সংবাদ, স্বভাব, সদাচার। আর তিন ‘ন’ ফর্মুলা হল – নিয়ত, নীতি, নিয়ম। বিপ্লব দেব বলেন, ‘সাফল্যের কোনও শর্টকাট নেই। ভালো কাজ করুন এবং আপনার ভবিষ্যতের দরজাগুলি আপনার জন্য খুলে যাবে ধীরে ধীরে। আগরতলাকে দেশের স্মার্ট সিটির তালিকায় শীর্ষস্থানে নিয়ে যেতে হবে। উত্তর-পূর্বের সমস্ত রাজ্যের মধ্যে আগরতলায় প্রথমবারের মতো ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার খোলা হয়েছে। সে লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করব।’