বাংলা নিউজ > ঘরে বাইরে > Uniform Civil Code's final draft report: লিভ-ইন করলে পুলিশকে বলতে হবে, সম্পত্তির সমান ভাগ- অভিন্ন বিধিতে কী সুপারিশ আছে?

Uniform Civil Code's final draft report: লিভ-ইন করলে পুলিশকে বলতে হবে, সম্পত্তির সমান ভাগ- অভিন্ন বিধিতে কী সুপারিশ আছে?

উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি যে সুপারিশ জমা পড়েছে, তাতে লিভ-ইন সম্পর্ক এবং সম্পত্তির সমানাধিকারের বিষয়টিও আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই ও শাকিব আলি/হিন্দুস্তান টাইমস)

স্বাধীনতার পরে প্রথম রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার লক্ষ্যে হাঁটছে উত্তরাখণ্ডে। সেই পরীক্ষায় বসার আগে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চূড়ান্ত রিপোর্ট জমা পড়ল।

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে চূড়ান্ত রিপোর্ট জমা পড়ল উত্তরাখণ্ডে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাইয়ের নেতৃত্বে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে যে কমিটি গঠন করেছিল উত্তরাখণ্ড সরকার, সেই কমিটি মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে। শনিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই কমিটির সুপারিশ নিয়ে আলোচনা করা হবে। তারপর রাজ্য বিধানসভায় পেশ করা হবে সেই রিপোর্ট। যে কারণে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে। আর যদি সেটা পাস হয়ে যায়, তাহলে স্বাধীনতার পরে প্রথম রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে উত্তরাখণ্ডে। ওই চূড়ান্ত রিপোর্টে কী আছে, তা সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, প্রত্যাশামতোই ওই রিপোর্টে বহুবিবাহের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার সুপারিশ করা হয়েছে। সেইসঙ্গে ৭৪০ পৃষ্ঠার রিপোর্টে আরও একাধিক সুপারিশ করেছে ওই কমিটি।

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কী কী সুপারিশ করেছে কমিটি?

১) সুপারিশ অনুযায়ী, সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে বহুবিবাহ। মহিলাদের একাধিক স্বামী থাকার বিষয়টিও বেআইনি নিষিদ্ধ বলে ঘোষণা করার সুপারিশ করা হয়েছে। শুধু তাই নয়, কমিটির সুপারিশে জানানো হয়েছে যে সেই বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হোক। মুসলিম ব্যক্তিগত আইনে থাকা 'হালালা' এবং 'ইদ্দত'-র উপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা চাপাতে হবে। শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গ্রহণ করতে হবে বলে সুপারিশ করা হয়েছে।

২) ওই সুপারিশ অনুযায়ী, যাঁরা লিভ-ইন সম্পর্কে আছে, তাঁদের পুলিশের কাছে নথিভুক্ত করতে হবে। নিজেদের বর্তমান স্টেটাসের বিষয়ে 'ঘোষণাপত্র' প্রদান করতে হবে যুগলদের। 

৩) ধর্ম নির্বিশেষে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স ১৮ নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে। সুপারিশ অনুযায়ী, ছেলেদের ক্ষেত্রে সেটা ২১ বছর করা হোক। 

৪) বাধ্যতামূলকভাবে সব বিয়ে নথিভুক্ত করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ রেজিস্ট্রি ম্যারেজ বাধ্যতামূলক করা হবে। ধর্ম নির্বিশেষে সেটা কার্যকর করার সুপারিশ করেছে ওই কমিটি।

৫) সুপারিশ অনুযায়ী, ডিভোর্সের ক্ষেত্রে সব ধর্মের দম্পতির 'কুলিং অফ' পিরিয়ড সমান করা হবে। আপাতত হিন্দু দম্পতিদের 'কুলিং অফ' পিরিয়ডের মেয়াদ হল ছয় মাস। মুসলিমদের ক্ষেত্রে সেরকম কোনও 'কুলিং অফ' পিরিয়ড নেই। আর খ্রিস্টানদের হল দু'বছর।

৬) দম্পতির মধ্যে সংঘাত চললেও দাদু-ঠাকুমার কাছে সন্তানের দায়িত্ব তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন: UCC Assam Model: অভিন্ন দেওয়ানি বিধি অসমে প্রয়োগ করা যায় কি না দেখতে হবে, মতামত হিমন্তের, বন্ধ হতে পারে বহুবিবাহ

৭) সন্তান দত্তকের নিয়ম সহজ করে তোলার সুপারিশ করা হয়েছে। ওই সুপারিশ অনুযায়ী, মুসলিম মহিলারাও সন্তান দত্তক নিতে পারবেন।

৮) উত্তরাখণ্ড সরকারের গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী, পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের সমান অধিকার থাকবে। অর্থাৎ উত্তরাধিকারের ক্ষেত্রে কেউ বাড়তি সুবিধা পাবেন না।

৯) কমিটির সুপারিশ অনুযায়ী, যে পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যু হবে এবং সেই পরিবারে কোনও অপ্রাপ্তবয়স্ক সন্তান থাকলে বিশেষ তহবিল তৈরি করা হবে। যদি পরিবারের একমাত্র উপার্জনকারী অসুস্থতার জন্য শয্যাশায়ী থাকেন, তাহলেও সেই তহবিল তৈরির সুপারিশ করা হয়েছে।

১০) তফসিলি জনজাতিভুক্ত শ্রেণির মানুষদের সেই অভিন্ন দেওয়ানি বিধির আওতার বাইরে রাখার সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন: Mamata on UCC: ওদের নিয়মে বিয়ে কেন করবেন-অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আদিবাসীদের প্রশ্ন মমতার

পরবর্তী খবর

Latest News

'চিরসখা'র সেটে সম্পর্ক নিয়ে অকপট অপরাজিতা!'আমি কাউকে প্রপোজ…', বললেন সুদীপ ‘বুড়ি হয়ে গেছে….’, বয়সের জন্যই কাজ পান না মনীষা! চরম অপমানের শিকার হন নায়িকা প্রায় ২০০% বাড়তে পারে বেসিক স্যালারি ও পেনশন! নয়া বেতন কমিশন দেবে 'গুড নিউজ'? হাওয়াই চটি পরে বাঁশে দাঁড়ালেন মমতা, চমকে দেওয়া ফিটনেস! দেখুন ছবি ‘ঘরোয়া ক্রিকেট তো এমনিই খেলতে হবে, আবার নির্দেশিকা কিসের’? প্রশ্ন বিশ্বকাপজয়ীর ‘‌অনেক বেশি চৌকস, এক্সপার্ট’‌, অভিষেককে দরাজ শংসাপত্র দিলেন বিজেপির শান্তনু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বাড়ে স্ট্রেস! কেন? রেহাই পাওয়ার উপায় কিন্তু সহজ সপ্তাহে দুদিন, পাঁচমাস বন্ধ থাকবে বারাসত ওভারব্রিজ! জানুন বিকল্প রাস্তা শিশুর স্বাস্থ্যের চরম ক্ষতি করে এই ৪ পানীয়! বায়না করলেও এড়িয়ে চলাই ভালো ডাউন দ্য গ্রাউন্ডও ছক্কা মারলে তুমি! শিষ্য অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ যুবরাজ

IPL 2025 News in Bangla

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.