সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স-এর সদস্য ও তাঁদের পরিবারের জন্য শনিবার নগদহীন চিকিৎসা প্রকল্প ‘আয়ুষ্মান সিএপিএফ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
গুয়াহাটির অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবসে আমরা তাঁদের জন্য এই প্রকল্প চালু করলাম যাঁদের সাহসিকতা ও আত্মোৎসর্গের ফলে দেশ নিশ্চিন্তে ঘুমোতে পারে।’
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা এবং কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্পের অধীনে থাকা ভারতের প্রায় ২৪,০০০ বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন সিএপিএফ কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অভ্যন্তরীণ নিরাপত্তা থেকে সীমান্ত সুরক্ষা, সিএপিএফ কর্মীরা আমাদের সামনে নিষ্ঠা ও বলিদানের উজ্জ্বল সাক্ষর রেখেছেন। এই প্রকল্প আদতে প্রধানমনমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারত প্রকল্পেরই সম্প্রসারণ বিশেষ।’
শনিবার সকালে মেঘালয়ের রাজধানী শিলঙে উত্তর পূর্ব কাউন্সিলের ৬৯তম অধিবেশনে পৌরোহিত্য করেন অমিত শাহ। তিনি বলেন, ‘রাজ্যগুলির মধ্যে অভ্যন্তরীণ সমস্যার মীমাংসা করতে হবে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা উত্তর পূর্বের সীমান্ত দ্বন্দ্বের সমাধান বের করব।’