ভোট ঘিরে সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি। ভোট প্রচারে গিয়ে সেখানে আরএলডির নেতা জয়ন্ত চৌধুরী দাবি করেছেন যে, তাঁর দলের অনেকের কাছে বিজেপির তরফে অমিত শাহ অনেককে পাঠাচ্ছেন। জয়ন্তের দাবি, বিজেপি টোপ দিচ্ছে তাঁর পার্টি আরএলডির সদস্যদের। বলা হচ্ছে, বিজেপিতে যোগ দিলে তাঁকে হেমা মালিনীর মতো বড় স্টার করে তোলা হবে। এই বক্তব্য রেখেই জয়ন্ত বলেন, 'আমি হেমা মালিনী হতে চাই না।'
এদিকে, ভোটের পারদ চড়িয়ে বিজেপির তরফে অনুরাগ ঠাকুর বলেন, 'জয়ন্ত চৌধুরী চাইলেও হেমা মালিনী হতে পারবেন না। উনি (হেমা মালিনী) একজন অভিনেত্রী,রাজনীতিবিদ, ওনার দেশ ও দুনিয়ায় একটা অবস্থান রয়েছে।' একই সঙ্গে অখিলেশের সমাজবাদী পার্টির সঙ্গী আরএলডি নেতা জয়ন্ত চৌধুরীকে খোঁচা দিয়ে অনুরাগ ঠাকুর বলেন, 'হেমাজি বহুদিন ধরেই মথুরার জন্য কাজ করে এসেছেন। যেখানে আরএলডি দলের সদস্যদের জয়ন্তের সঙ্গে দেখা করার জন্য যেতে হয় দিল্লি।' সাংবাদিকদের মুখোমুখী হয়ে অনুরাগ বলেন, 'একবার নয়, বহুবার উনি (হেমা মালিনী) সংসদে নির্বাচিত হয়েছেন মানুষের আশীর্বাদে। এটা সত্যি যে উনি (জয়ন্ত) কখনওই হেমা মালিনী হতে পারবেন না। ওঁর কাছে মানুষের আশীর্বাদ নেই।'
উল্লেখ্য, জাঠ নেতাদের এক বৈঠকে অমিত শাহের তরফে থেকে কয়েকজন প্রতিনিধিকে পাঠাবনো হয়। আরএলডির জয়ন্তর অভিযোগ, তাঁর দলের এক নেতাকে অমিত শাহের প্রতিনিধি বলেছেন, তিনি যদি বিজেপিতে যোগ দেন তাহলে তাঁকে হেমা মালিনীর মতো তারকা তৈরি করে দেওয়া হবে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির বিরুদ্ধ শিবিরে অবতীর্ণ হচ্ছে আরএলডি। তারা জোট বেঁধেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে।