খালি চুমু চুমু চুমু
এত চুমু খেতে চাও কেন?
প্রেমে পড়লেই বুঝি চুমু খেতে হয়!
চুমু না খেয়ে প্রেম হয় না?
- তসলিমা নাসরিন- চোখ(কিছুক্ষণ থাকো)
এই একই কথা বলতে শোনা যাচ্ছে মুম্বইয়ের বোরিভালির এক আবাসনের বাসিন্দাদের। তবে তাঁদের প্রশ্নটা কপট রাগ দেখাতে নয়। বরং বেশ সিরিয়াস তাঁরা। আর সেই কারণেই রীতিমতো 'নো কিসিং জোন' নোটিশ ঝোলালেন আবাসিকদের একাংশ।
বেশ অভিজাত আবাসন। উচ্চ-মধ্যবিত্ত থেকে ধনীদের বাস। সামনে বড় গেট। আর সেই গেটের সামনের রাস্তায় নাকি যত সমস্যা। সন্ধ্যা হলেই ভিড় জমান অল্পবয়সী যুবক-যুবতীরা। একটু অন্ধকার আড়াল পেলেই...
আর তাতেই ঘুম উড়েছে আবাসনের বাসিন্দাদের। এমনই একজন জানালেন, 'রোজ রোজ এই অশালীনতা আর সহ্য করা যাচ্ছে না। তাই আমরা পরিকল্পনা করে এদের একটা ভিডিয়ো করেছি। সেটা পুলিশকে দিয়েছি।'
পুলিশ কী করেছে এখনও জানা যায়নি। তবে শালীনতা পাঠ নিজেদের হাতেই নিয়েছেন আবাসিকরা। গেটের উপর বড় বড় করে টাঙিয়ে দেওয়া হয়েছে 'নো কিসিং জোন'। রাস্তাতেও বড় বড় করে লিখে দেওয়া হয়েছে। ঠিক যেমন নো পার্কিং জোন, নো স্পিডিং জোন হয়, সেই রকম।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক যুগল জানালেন, 'প্রেম করলে তো পৃথিবীর সবাই চুমু খায়, আমরা তো খারাপ কিছু করছি না। এতে রাগের কী আছে!'
আবাসনের একজন জানান, প্রেমে তাঁদের আপত্তি নেই। কিন্তু প্রকাশ্যে চুমু খাওয়ার বিরোধী তাঁরা। আবাসনে শিশু-বয়স্ক সকলে থাকেন। তাঁদের জন্য অপ্রস্তুত হতে হয় এমন চললে।
যদিও পুরো বিষয়ে মজাই পেয়েছেন কোনও কোনও যুগল। সাইনে তলায় দাঁড়িয়ে সেলফি এমনকি চুম্বনের ছবিও তুলছেন কেউ কেউ। তবে হ্যাঁ, আগের থেকে চুমুর উপদ্রব কমেছে বৈকি।
চুমু খাওয়া কি অপরাধ? আইন কী বলছে?
ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারা অনুযায়ী, প্রকাশ্য স্থানে অশ্লীলতা শাস্তিযোগ্য অপরাধ। এর ভিত্তি করে অনেক সময়ে পুলিশকর্মীরা যুগলদের চাপে ফেলেন।
কিন্তু কী বলছে সুপ্রিম কোর্ট?
তবে এই আইনের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ সুপ্রিম কোর্ট। ২০০৭ সালে হলিউড অভিনেতা রিচার্ড গ্যের ও বলিউড তারকা শিল্পা শেট্টির প্রকাশ্যে চুম্বন ঘিরে বিতর্ক আদালত পর্যন্ত গড়ায়। সেই কেসে রিচার্ড গ্যেরের বিরুদ্ধে জয়পুর আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। 'স্ব-ইচ্ছায় দু’জন পরস্পরকে আলিঙ্গন বা চুম্বন করা অপরাধ নয়'— জানিয়েছিল শীর্ষ আদালত। একই ধরনের একাধিক মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে ভারতীয় দণ্ডবিধি অশ্লীলতার কোনও সংজ্ঞা নির্দিষ্ট করেনি। অশ্লীলতার সংজ্ঞা নির্ভর করছে পারিপার্শ্বিক সমাজের উপর।