বাংলা নিউজ > ঘরে বাইরে > US On Pakistan: ‘পাকিস্তানকে নিয়ে ভারত ও আমেরিকার উদ্বেগ একই’, বলছেন মার্কিন রাষ্ট্রদূত

US On Pakistan: ‘পাকিস্তানকে নিয়ে ভারত ও আমেরিকার উদ্বেগ একই’, বলছেন মার্কিন রাষ্ট্রদূত

এরিক গারসেতি। (Photo by Bhushan Koyande/HT Photo) (HT_PRINT)

পাকিস্তান সম্পর্কে তিনি মুখ খুলে সেদেশের টালমাটাল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মূলত, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক এ ইনসাফ পার্টির প্রধান ইমরান খানকে ঘিরে গ্রেফতারি ইস্যুতে চলা চাপানোতর ভাবাচ্ছে ওয়াশিংটনকে বলে বার্তা দেন এরি

একেতেই আর্থিক বিপদে বিপন্ন পাকিস্তান। তার মাঝে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে উত্তাল ইসলামাবাদ থেকে লাহোর। এই পরিস্থিতিতে পাকিস্তানের অবস্থা নিয়ে ভারত ও আমেরিকা উদ্বেগ প্রকাশ করেছে। ভারতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি পাকিস্তানের পরিস্থিতি নিয়ে মুখ খুলে উদ্বেগ প্রকাশ করেন।

দেশের বাণিজ্যনগরী মুম্বইতে এরিক গারসেত্তি মুখোমুখি হন সাংবাদিকদের। সেখানে তিনি ভারতকে বিশ্বের ক্ষমতাশালী দেশগুলির মধ্যে অন্যতম বলে বর্ণনা করেছেন। তিনি এও জানান যে, জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে যাবেন। গত ৩ দশকে ভারতের উন্নতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এরিক। তিনি বলেন, গত ৩ দশকে ভারত অসামান্য উন্নতি লাভ করেছে। 

এদিকে, পাকিস্তান সম্পর্কে তিনি মুখ খুলে সেদেশের টালমাটাল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মূলত, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক এ ইনসাফ পার্টির প্রধান ইমরান খানকে ঘিরে গ্রেফতারি ইস্যুতে চলা চাপানোতর ভাবাচ্ছে ওয়াশিংটনকে বলে বার্তা দেন এরিক। পাকিস্তান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়, ভারত, আমেরিকা ও বিশ্ব, পাকিস্তান প্রসঙ্গে একই ভাবনা চিন্তা ধরে রাখে। আমরা পাকিস্তানে স্থিতাবস্থা চাই। আমরা আশা করি যে পাকিস্তানে যেন অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হয়।’ তিনি বলেন, ‘সে কারণেই আমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত থাকি, আমি মনে করি এটি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য কাজ করে। আমরা আশা করি, সীমান্তে আইনের শাসন ও শান্তি বিরাজ করবে।’

( ডায়নাপুত্র হ্যারির গাড়ি ধাওয়ার সময় স্টিয়ারিং ছিল সুখচরণ সিংয়ের হাতে! কী ঘটেছিল?)

( ‘রুহ আফজাহ’ বনাম ‘দিল আফজাহ’ ট্রেডমার্ক মামলায় সুপ্রিম কোর্টের রায় কার পক্ষে?)

এছাড়াও তিনি স্মৃতি চারণা করেন তাঁর ছোটবেলায় প্রথমবার ভারতে আসার ঘটনার। তিনি বলেন, ‘ আমি কিশোর বয়সে প্রথম ভারতে এসেছিলাম। আমি অনেক কিছু শিখেছি। আমি শিখেছি যে আমরা এই বিশ্বের সর্বত্র মানুষের সাথে কতটা গভীরভাবে সংযুক্ত। আমরা কোথায় থাকি , আমরা কোন ভাষায় কথা বলি, আমাদের কত টাকা আছে বা আমরা কীভাবে উপাসনা করি সেগুলি খুব একটা বড় নয়।’ তিনি বলছেন, তিনি যখন ভারতে এসেছিলেন সেই সময়ের ভারতের সঙ্গে এখনের উন্নত ভারতের অনেক ফারাক। গারসেত্তি বলছেন,'আমার কিশোর বয়সে, আমি কখনই কল্পনা করতে পারিনি, আজ ভারত যে উন্নতি এবং অগ্রগতি অর্জন করেছে।'

 এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

বন্ধ করুন