রাজ্যসভার সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চন একেবারে আঙুল উঁচিয়ে তোপ দেগেছেন রাজ্য়সভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নিশানা করে। আর সেই ভিডিয়োকে ঘিরে এবার শোরগোল রাজনীতির অঙ্গনে। বিজেপি এনিয়ে তীব্র আপত্তি তুলেছে। ইতিমধ্যে সেই ভিডিয়ো ক্লিপকে ঘিরে অমিতাভ জায়াকে কাঠগড়ায় তুলতে শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। সেই ভিডিয়োতে ঠিক কী দেখা যাচ্ছে?
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, জয়া বচ্চন একেবারে রেগেমেগে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। তার দিকে আঙুল উঁচিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। তখনই শুনতে পাওয়া যায় কেউ একজন বলছেন , বসে পড়ুন, বসে পড়ুন। Take Your Seat। বার বার একই কথা বলতে শোনা যায় তাঁকে।
বিজেপি নেতা অজয় সেরাওয়াত টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন সমাজবাদী পার্টির সাংসদের এই ব্যবহার প্রচন্ড অস্বস্তির।
অপর বিজেপি নেতা অনুজা কাপুর টুইটারে ওই ভিডিয়ো শেয়ার করেছেন। তিনি লিখেছেন, যেমন পার্টি তেমন তার সংস্কৃতি। জয়া বচ্চনজী, অন্তত আপনি আপনার পদে মর্যাদা রক্ষা করুন।
জয়া বচ্চনের এভাবে আঙুল উঁচিয়ে এগিয়ে যাওয়াকে ঘিরে ইতিমধ্যেই নানা চর্চা শুরু হয়েছে। এই ঘটনাকে ইস্যু করে সুর চড়াতে শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। তবে কেন তিনি এভাবে রেগেমেগে উপরাষ্ট্রপতির দিকে তেড়ে গেলেন তা ভিডিয়োতে পরিষ্কার নয়।
তবে সূত্রের খবর, এর আগে কংগ্রেসের রাজ্যসভার এমপি রজনী পাতিলকে বাজেট অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছিল। তিনি চেয়ারম্যানের নির্দেশ মানতে চাননি বলে উল্লেখ করা হয়েছিল। তার জেরেই বাজেট অধিবেশন থেকে তাকে সাসপেন্ড করা হয়। এদিকে জানা গিয়েছে, শ্রীমতি বচ্চন সেই এমপির পক্ষ নিয়েই কথা বলছিলেন। তিনি বলছিলেন যে ঠিক কোন পরিস্থিতিতে ঘটনাটি হয়েছিল সেটা ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়নি। আর তারপরই এনিয়ে বাক বিতন্ডা শুরু হয়ে যায়। তারপরই কার্যত আঙুল উঁচিয়ে তিনি রাজ্যসভার চেয়ারম্যানের দিকে এগিয়ে যান বলে ভিডিয়োতে দেখা গিয়েছে। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
প্রসঙ্গত এর আগে একাধিকবার জয়া বচ্চনের রাগের বিষয়টি প্রকাশ্য়ে এসেছিল। ধন্যি মেয়ের চরিত্রে অভিনয় করে যিনি বাঙালির মনে দাগ কেটেছিলেন সেই জয়া বচ্চন রেগেও যান মাঝেমধ্যে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup