গাঁজার নেশা ধরছে ১৫ বছরের ছেলে। শাস্তি হিসাবে তার চোখে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলেন এক মা। এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োটি হায়দরাবাদের সূর্যপেট জেলার কোডাডের গাঁধীনগর এলাকার। ক্লিপটিতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে একটি পোলে বাঁধা হয়েছে ওই কিশোরকে। রীতিমতো চেন দিয়ে বাঁধা হয়েছে তাকে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে মজল আদানি গোষ্ঠী, বেলুড়ে করছে ২,০০০ কোটি টাকার বিনিয়োগ: রিপোর্ট
দেখা যাচ্ছে, ছেলেটির মা, হাতে করে তার চোখে লঙ্গা গুঁড়ো মাখিয়ে দিতে যাচ্ছেন। ছেলেটি কোনওমতে তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করছে।
এমন সময়ে দেখা যাচ্ছে, আরও এক মহিলা এলেন। তিনি ছেলেটির হাত চেপে ধরলেন। এরপর ছেলেটির মা তার মুখে লঙ্গা গুঁড়ো মাখিয়ে দিলেন।
লঙ্কা গুঁড়ো মাখানোর সঙ্গে সঙ্গে ছেলেটি চিত্কার করতে শুরু করে। যন্ত্রণায় চেঁচাতে থাকে সে।
দেখুন সেই ভিডিয়ো:
ঘটনাটি নিয়ে দ্বিবিভক্ত নেটিজেনরা। দর্শকদের একাংশের মতে, নেশা কাটানোর জন্য অল্প বয়সে কঠিন শাস্তি দেওয়াটাই একমাত্র উপায়। অন্যদিকে আরেক দলের মতে, পরিবারের এই ধরনের কঠিন ব্যবহার, কথা বলা-সহমর্মিতার অভাবের কারণেই কিশোর-কিশোরীরা নেশায় জড়িয়ে পড়ে।
ভিডিয়োটি সম্পর্কে আপনার কী মতামত? জানান কমেন্টে।