বাংলা নিউজ > ঘরে বাইরে > Vladimir Putin:'আলোচনা করতে চাই, তবে ইউক্রেন...' ফের একবার যুদ্ধ প্রসঙ্গে মুখ খুললে রুশ প্রেসিডেন্ট পুতিন

Vladimir Putin:'আলোচনা করতে চাই, তবে ইউক্রেন...' ফের একবার যুদ্ধ প্রসঙ্গে মুখ খুললে রুশ প্রেসিডেন্ট পুতিন

ভ্লাদিমির পুতিনREUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY./File Photo (via REUTERS)

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আলোচনা করতে রাজি। তাঁদের সকলের সঙ্গে আলোচনা করতে রাজি, যাঁরা গ্রহণযোগ্য সমাধান চাইছেন। তবে এটা তাঁদের উপর নির্ভর করছে। আমরা আলোচনা থেকে সরে আসছি না। ওরা আসছে।’

বছর শুরুর প্রথমের দিকে ইউক্রেনে হামলা করে রাশিয়া। তারপর থেকে ইউক্রেনে শুরু হয়ে যায় রক্তলীলা। সেদেশের একাংশ দখল করে তা রাশিয়ার বলে দাবি করেছে মস্কো। পশ্চিমি দেশগুলিতে পুতিনের সোচ্চার বার্তা, তারা যেন মেনে নেয় যে দখল করা ওই ভূখণ্ড রাশিয়ারই। এদিকে, এই পরিস্থিতিতে সদ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে তারা আলোচনা করতে আগ্রহী, তবে পুতিনের অভিযোগ ইউক্রেন তা চায়না।

এক টেলিভিশন সাক্ষাৎকারে পুতিন বলেন, 'আমি মনে করি আমরা সঠিক পছে চলছি। আমরা জাতীয় স্বার্থকে রক্ষা করছি। যা আমাদের নাগরিকদের স্বার্থের জন্য, যা আমাদের মানুষদের জন্য।' এক সাক্ষাৎকারে একথা বলেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আলোচনা করতে রাজি। তাঁদের সকলের সঙ্গে আলোচনা করতে রাজি, যাঁরা গ্রহণযোগ্য সমাধান চাইছেন। তবে এটা তাঁদের উপর নির্ভর করছে। আমরা আলোচনা থেকে সরে আসছি না। ওরা আসছে।’ এছাড়াও রুশ প্রেসিডেন্টের দাবি, পশ্চিমী দেশগুলি রাশিয়াকে ছিঁড়ে ফেলার জন্য এমন ষড়যন্ত্র করছে। তিনি বলছেন, পশ্চিমী দেশগুলির এটি লক্ষ্য যাতে ভৈগলিক অর্থনীতর মাধ্যমে রাশিয়ার মতো ঐতিহাসিক দেশকে ছিন্নভিন্ন করা হয়। পুতিন বলছেন, 'ওরা (পশ্চিমী দেশ) সব সময় চেয়েছে ভাগ করতে, আর আমাদের লক্ষ্য ছিল রাশিয়ার মানুষদের একজোট করা।'

এছাড়াও ওই সাক্ষাৎকারে ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া একটি ‘আলাদা ধরনের দেশ’। তিনি বলেন, সেদেশের একটা বড় অংশ চাইছে দেশকে রক্ষা করতে দেশ একজোট হোক। ভ্লাদিমির পুতিনের দাবি, রাশিয়ার  '৯৯.৯ শতাংশ নাগরিক, যাঁরা দেশের স্বার্থে সমস্তটা ত্যাগ করতে রাজি', তাঁদের দেখে, এই যুদ্ধ কোনও মতেই অবাক করার মতো ঘটনা মনে হচ্ছে না ভ্লাদিমির পুতিনের। তিনি বলেন, যেহেতু ‘রাশিয়া আলাদা ধরনের দেশ’, তাই তার নাগরিকরাও ‘আলাদা রকমের’।

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন