বাংলা নিউজ > ঘরে বাইরে > মণিপুরের মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন? আলোচনায় নির্মলা-কিরণ

মণিপুরের মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন? আলোচনায় নির্মলা-কিরণ

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ও আইনমন্ত্রী কিরণ রিজিজু। ফাইল ছবি (HT_PRINT)

মণিপুরের দলীয় পর্যবেক্ষক ও সহ পর্যবেক্ষক হিসাবে তাঁরা এবার সরকার গঠন নিয়ে আলোচনায় বসবেন।

দ্বিতীয়বারের জন্য মণিপুরে ক্ষমতায় ফিরেছে বিজেপি। তবে কবে সরকার তৈরি হবে, কে হবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে এখনও ধোঁয়াশা থেকে গিয়েছে। মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন তা নিয়ে আপাতত দুটি নাম উঠে আসছে। একজন হলেন, এন বীরেন সিং ও থোংগাম বিশ্বজিৎ সিং। অন্যদিকে আরএসএস ঘনিষ্ট ইয়ুমনাম খেমচাঁদ সিংয়ের নামও সামনে আসতে শুরু করেছে। তবে এবার সরকার গঠন নিয়ে বৈঠক করতে ইম্ফল রওনা হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ও কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরণ রিজিজু। মণিপুরের দলীয় পর্যবেক্ষক ও সহ পর্যবেক্ষক হিসাবে তাঁরা এবার সরকার গঠন নিয়ে আলোচনায় বসবেন।

এই মিটিং প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, মণিপুরের বিজেপির কার্যকর্তাদের সঙ্গে বৈঠক আছে। কিরণ রিজিজুও বৈঠকে থাকবেন। অন্যদিকে শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদবও এই মিটিংয়ে থাকার কথা রয়েছে। এদিকে শনিবার এন বীরেন সিং ও টি বিশ্বজিৎ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছেন। জেপি নাড্ডার সঙ্গেও তাঁরা দেখা করেছেন। তবে কে মণিপুরের মুখ্য়মন্ত্রীর চেয়ারে বসবেন তা নিয়ে জল্পনাটা থেকেই গিয়েছে। এন বীরেন সিং জানিয়েছেন, আমি একটি শৃঙ্খলিত দলের সদস্য। আমি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ভোটে লড়িনি। প্রসঙ্গত মণিপুর, গোয়া ও উত্তরাখন্ডে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনও খোলসা করে কিছু বলেনি বিজেপি।

 

বন্ধ করুন