বাংলা নিউজ > ঘরে বাইরে > Divorce Case: তুমি আমার স্বামী নও,মঙ্গল কামনায় উপোসও করতে চাননি স্ত্রী, বড় নির্দেশ দিল হাইকোর্ট

Divorce Case: তুমি আমার স্বামী নও,মঙ্গল কামনায় উপোসও করতে চাননি স্ত্রী, বড় নির্দেশ দিল হাইকোর্ট

করবা চৌথের পুজো করেন স্ত্রীরা। প্রতীকী ছবি 

হাইকোর্ট জানিয়েছে, পারিবারিক আদালত দেখেছে যেভাবে ওই মহিলা স্বামীর সঙ্গে ব্যবহার করেছে তা মানসিক যন্ত্রণার সামিল। এটা স্বামীর প্রতি একটা নিষ্ঠুরতা।

স্বামীর জন্য করবা চৌথে উপোস করতে চাননি এক মহিলা। এনিয়ে প্রচন্ড রেগে যান স্বামী। এরপর ডিভোর্সের জন্য় মামলা করেন তিনি। দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশ কুমার কাইত ও বিচারপতি নীনা বনশল কৃষ্ণা গত ১১ সেপ্টেম্বরের নির্দেশে তাঁদের পর্যবেক্ষণে জানান, এটা দেখা যাচ্ছে যে ওই স্ত্রী করবা চৌথ ও দিওয়ালি অনুষ্ঠানে অংশ নিতে চাননি। এমনকী স্বামী আদালতে জানিয়েছেন ওই স্ত্রী করবা চৌথেও তাঁর জন্য় উপোস করতে চাননি। কারণ তিনি জানিয়ে দেন তুমি আমার স্বামী নও। অপর একজনকে তিনি স্বামী বলে মনে করেন। তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছিলেন।

এক্ষেত্রে বিচারপতির পর্যবেক্ষণ এভাবে কোনও সম্পর্কে বার বার প্রত্য়াখান হওয়া এটা কোনও স্বামীর ক্ষেত্রে অত্যন্ত মানসিক যন্ত্রণা দেয়।

আসলে গত ২৭ ফেব্রুয়ারি পারিবারিক আদালত এক ব্যক্তির ডিভোর্সের আবেদন মেনে নিয়েছিল। এরপর ওই মহিলা সেই আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন। তিনি পারিবারিক আদালতের নির্দেশ খারিজ করার আবেদন করেছিলেন। তবে হাই কোর্ট জানিয়েছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে এটা নিষ্ঠুরতার সামিল।

সেই আবেদন খারিজ করার সময় Delhi হাইকোর্ট জানিয়েছে, পারিবারিক আদালত দেখেছে যেভাবে ওই মহিলা স্বামীর সঙ্গে ব্যবহার করেছে তা মানসিক যন্ত্রণার সামিল। এটা স্বামীর প্রতি একটা নিষ্ঠুরতা। কোর্ট জানিয়েছে, ২০১১ সালে ওই দম্পতির বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই নানা সমস্যা তৈরি হতে থাকে। দাম্পত্য সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনও ইচ্ছা স্ত্রীর ছিল না। এর জেরে সমস্যায় পড়েন স্বামী।

বিয়ের ৮-১০ দিনের মধ্যে শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন ওই বধূ। এরপর তিনি অন্তত দুবার আত্মহত্যাও করতে চান। কথায় কথায় তিনি মরে যাওয়ার হুমকি দিতেন বলে খবর। সব মিলিয়ে জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছিল। ওই ব্যক্তি এরপর ডিভোর্স চেয়ে কোর্টে যান।

 

পরবর্তী খবর

Latest News

শুরু হল সুপার লিগ কেরালা, জৌলুশে হার মানবে আইএসএল এবং কলকাতা লিগ দীপিকার মা হওয়ার মাঝেই ‘সিংঘম এগেইন’-এর ক্লাইম্যাক্সে বড় বদল আনলেন রোহিত উরুতে রুদ্র বীণার ট্যাটু বিতর্কে মুখ খুললেন নিকিতিন ধীর! 'জানি না কতদিন বাঁচবে,তাই কাকিমাকেই উৎসর্গ করছি'!US ওপেন জিতেও মন খারাপ সিনারের… ১৮তম স্থানে প্যারিস প্যারালিম্পিক্স শেষ করল ভারত, কত নম্বরে পাকিস্তান? নৈহাটির প্রাক্তনীদের মিছিলে ঠিক কি হয়েছিল? শিউরে ওঠার মত পোস্ট প্রত্যক্ষদর্শীর ‘‌ওবামা–কমলার সঙ্গে দেখা করার খবর ভুল’‌, আমেরিকা সফরের আগে জবাব শিবকুমারের ‘অযথা জ্ঞান ভালো লাগে না, শাস্ত্রী উপায় বলে দিয়েছিল, তাই শুনেছিলাম’! অকপট পন্ত LIVE: কে ফরেন্সিক স্যাম্পেল নিয়েছিলেন, সেটা গুরুত্বপূর্ণ, আদালতে বলল CBI RG Kar নিয়ে ‘উৎসব বন্ধ’র ডাক!এর মাঝে TMC-র শ্রেয়া পাণ্ডর গণেশ পুজোয় দেব-রুক্মিণী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.