বাংলা নিউজ > ঘরে বাইরে > Husband marries Ex Girlfriend: স্বামীর সঙ্গে প্রাক্তন প্রেমিকার বিয়ে দিলেন স্ত্রী, এক ছাদের তলায় ৩ জনের থাকার অঙ্গীকার

Husband marries Ex Girlfriend: স্বামীর সঙ্গে প্রাক্তন প্রেমিকার বিয়ে দিলেন স্ত্রী, এক ছাদের তলায় ৩ জনের থাকার অঙ্গীকার

বিয়ের প্রতীকী ছবি। Unsplash/MARCUS LEWIS

ঘটনা অন্ধ্রপ্রদেশের তিরুপতির ডাক্কিলির। সেখানে কল্যাণ নামে এক ব্যক্তি মূলত, ভিডিয়ো কন্টেন্ট ক্রিয়েটার। ২ বছর আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় বিমলার। সেখান থেকে প্রেম , পরে বিয়ে। তবে এই সম্পর্কের আগেও নিত্যাশ্রী নামে সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কল্যাণের। নিত্য়াশ্রী মূলত, সোশ্যাল ইনফ্লুয়েন্সার। বিশাখাপত্তনম এলাকায় তাঁর বসবাস।

 টেলিভিশনে সম্প্রচারিত কোনও সিরিয়াল নয়! এই ঘটনা বাস্তবের মাটির সত্যি! স্বামীর প্রাক্তন প্রেমিকার সঙ্গে স্বামীর বিয়ে দিলেন স্ত্রী। এমন কাণ্ড ঘটে গিয়েছে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে। নিজে দাঁড়িয়ে থেকে স্বামীর সঙ্গে তাঁর প্রাক্তন প্রেমিকার বিয়ে দেন স্ত্রী, এরপর নবদম্পতির সঙ্গে একই ছাদের তলায় থাকতেও শুরু করছেন ওই মহিলা।

এই ঘটনা অন্ধ্রপ্রদেশের তিরুপতির ডাক্কিলির। সেখানে কল্যাণ নামে এক ব্যক্তি মূলত, ভিডিয়ো কন্টেন্ট ক্রিয়েটার। ২ বছর আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় বিমলার। সেখান থেকে প্রেম , পরে বিয়ে। তবে এই সম্পর্কের আগেও নিত্যাশ্রী নামে সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কল্যাণের। নিত্য়াশ্রী মূলত, সোশ্যাল ইনফ্লুয়েন্সার। বিশাখাপত্তনম এলাকায় তাঁর বসবাস। এরপর কল্যাণ বিমালাকে বিয়ে করে সুখী ছিলেন। আচমকাই শেয়ারচ্যাট ও ইউটিউবে কল্যাঁ ও নিত্যাশ্রীর ফলোয়ার বাড়ে। তাঁদের জনপ্রিয়তা বাড়তে থাকে। তারপরই নিত্যাশ্রী ও কল্যাণ পাশাপাশি একই জায়গায় বসবাস করতে থাকেন। এতেই বিমলার সংসারে আসে সমস্যা। আচমকা ফের কল্যাণের জীবনে প্রবেশ করেন নিত্যাশ্রী। এদিকে, ধীরে ধীরে নিত্যাশ্রীর বিষয়ে জানতে পারেন বিমলা। বিমলা রাজি হয়ে যান নিত্যাশ্রীর সঙ্গে তাঁর স্বামী কল্যাণের বিয়েতে।

উল্লেখ্য, আইনতভাবে প্রথম স্ত্রী থাকাকালে কিছুতেই হিন্দু ম্যারেজ অ্যাক্টে দ্বিতীয় বিয়ে করা সম্ভব নয়। সেক্ষেত্রে প্রথমা স্ত্রীই একমাত্র স্ত্রী হিসাবে বিবেচিত হন। তবে বিমলার ইচ্ছেতেই মন্দিরে কল্যাণের বিয়ে সম্পন্ন হয়। তআর নববিবাহিত দম্পতির সঙ্গে একই ছাদের নিচে বিমলা থাকবেন বলেও স্থির হয়েছে। এই ঘটনা ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে নেট পাড়ায়। বিভিন্ন নেটনাগরিক এই ইস্যুতে বক্তব্য রাখতে শুরু করেছেন।   

 

 

 

 

 

     

বন্ধ করুন