বাংলা নিউজ > ঘরে বাইরে > ফিতে দিয়ে পিৎজা মাপলেন মহিলা, কতটা কম জানেন? ছবি দেখেই ঝড় উঠল টুইটারে

ফিতে দিয়ে পিৎজা মাপলেন মহিলা, কতটা কম জানেন? ছবি দেখেই ঝড় উঠল টুইটারে

এই সেই পিৎজা। সৌজন্যে টুইটার 

সেই পোস্ট হওয়ার পর থেকে যেন ঝড় উঠে গিয়েছে। একের পর এক জবাব ভেসে আসছে। একজন লিখেছেন বাবা এটাও চেক করতে হবে? অপরজন লিখেছেন, আমি তো অডিট করার সময়ও এতভাবে চেক করি না।

তৃষা সেনগুপ্ত

১০ ইঞ্চির মাপের একটি পিৎজা অর্ডার করেছিলেন এক মহিলা। কিন্তু এরপর যে পিৎজাটা তাঁর কাছে এসেছিল সেটা দেখে তাঁর মন খুঁতখুঁত করছিল। কারণ তাঁর মনে হচ্ছিল যে পিৎজা তিনি অর্ডার করেছিলেন সেটার থেকে এটা ছোট সাইজের রয়েছে। এরপর তিনি ফিতে নিয়ে এসে সেটিকে মাপেন। আর সেই ছবি তিনি টুইটারে শেয়ার করেছেন। সেই ছবি দেখে কার্যত ঝাঁপিয়ে পড়েছেন পিৎজা প্রেমীরা। নানা সরস মন্তব্যও ভেসে আসছে। কেউ আবার নিছক মজা করছেন। তবে কয়েকজন গোটা ঘটনাকে একেবারে সিরিয়াস নিয়ে নিয়েছেন। তবে সব মিলিয়ে পিৎজা কাণ্ডকে ঘিরে সরগরম টুইটার।

তিনি সেই ছবি পোস্ট করে লিখেছেন, আমি ১০ ইঞ্চি পিৎজা অর্ডার করেছিলাম। আর পাঠিয়েছে ৮ ইঞ্চি পিৎজা। এরপর তিনি যে ফিতে দিয়ে মেপে পিৎজার মাপটি জানতে পেরেছেন তার ছবিও তিনি পোস্ট করেন। তিনি লিখেছেন, অনেকে আবার বলছেন যে ফিতেটা দিয়ে মেপেছি সেটা নোংরা ছিল। জং ধরা ছিল। আমি এটা ভালো করেই জানি। ভালো করে দেখুন, যেটা দিয়ে মেপেছিলাম সেটা পিৎজাকে একেবারেই স্পর্শ করেনি। আমি বোকা নই।

এদিকে সেই পোস্ট হওয়ার পর থেকে যেন ঝড় উঠে গিয়েছে। একের পর এক জবাব ভেসে আসছে। একজন লিখেছেন বাবা এটাও চেক করতে হবে? অপরজন লিখেছেন, আমি তো অডিট করার সময়ও এতভাবে চেক করি না। অপরজন লিখেছেন এভাবে কে মেপে পরীক্ষা করে? তবে অপর এক টুইটার ব্যবহারকারী লিখেছেন ওর হয়তো ভেবেছিলেন এভাবে কেউ খুঁটিয়ে দেখবেন না। অপরজন লিখেছেন আপনার অর্ধেক টাকা রিফান্ড করা দরকার।

আসলে মাইক্রো ব্লগিং টুইটারে এক মহিলা এই পোস্টটি করেছিলেন। তারপরেই নানান মন্তব্য ভেসে আসছে। এদিকে ওই মহিলা রীতিমতো সতর্ক করে দিয়েছেন, এভাবে মেপে না নিলে পিৎজা ছোট দিয়ে দিতে পারে। কার্যত বিজ্ঞাপনে যা দেওয়া হয়েছে তার সঙ্গেই মিলিয়ে নিলেন ওই মহিলা। কিন্তু মিলল না হিসেব। তাতেই চটেছেন ক্রেতা।

 

বন্ধ করুন