বাংলা নিউজ > ঘরে বাইরে > Woman walking semi-nude in flight: মুম্বইগামী বিমানের কর্মীদের ঘুষি-থুতু, মাঝ-আকাশেই অর্ধনগ্ন হয়ে হাঁটাহাঁটি মহিলার

Woman walking semi-nude in flight: মুম্বইগামী বিমানের কর্মীদের ঘুষি-থুতু, মাঝ-আকাশেই অর্ধনগ্ন হয়ে হাঁটাহাঁটি মহিলার

মুম্বইগামী বিমানের কর্মীদের ঘুষি-থুতু, মাঝ-আকাশেই অর্ধনগ্ন হয়ে হাঁটাহাঁটি মহিলার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)

Woman walking semi-nude in flight: রাত আড়াইটে নাগাদ আচমকা ইকোনমি ক্লাসের আসন ছেড়ে উঠে পড়েন ওই মহিলা। দৌড়ে বিজনেস ক্লাসে চলে যান এবং সেখানে বসে পড়েন। সেই বিষয়টি দেখে দু'জন বিমানকর্মী জানতে চান যে তাঁর কোনও সাহায্য লাগবে কিনা। তারপরই যত ঝামেলা শুরু হয়।

আবুধাবি-মুম্বই বিমানে ঝামেলা পাকানোর অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। অভিযোগ, ইকোনমি ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও বিজনেস ক্লাসে বসার জন্য জোরাজুরি করতে থাকেন। আটকানো হলে বিমানকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। থুতু দেন। ঘুষি মারেন। শুধু তাই নয়, পোশাক খুলে অর্ধনগ্ন হয়ে হাঁটতে শুরু করেন বলে অভিযোগ উঠেছে।

ইতিমধ্যে ইতালির ওই মহিলাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। তাঁর বয়স ৪৫। পুলিশ জানিয়েছে, সোমবার (ইংরেজি মতে) ভোরের দিকে মুম্বইয়ের মহারাজা ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ভিস্তারার ইউকে ২৫৬ (আবুধাবি-মুম্বই রুটের) বিমানটি। প্রাথমিকভাবে ওই ইতালির মহিলাকে পাকড়াও করে রাখেন ভিস্তারার নিরাপত্তাকর্মীরা। তারপর ওই বিমানের কর্মীদের অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করেছে সাহার থানা। 

বিমানে ঠিক কী ঘটনা ঘটেছিল? বিষয়টি নিয়ে সাহার থানার এক আধিকারিক জানিয়েছেন, সোমবার (ইংরেজি মতে) রাত দুটো তিন মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) আবুধাবি থেকে ভিস্তারার বিমানটি ওড়ে। রাত আড়াইটে নাগাদ আচমকা ইকোনমি ক্লাসের আসন ছেড়ে উঠে পড়েন ওই মহিলা। দৌড়ে বিজনেস ক্লাসে চলে যান এবং সেখানে বসে পড়েন। সেই বিষয়টি দেখে দু'জন বিমানকর্মী জানতে চান যে তাঁর কোনও সাহায্য লাগবে কিনা। কিন্তু কোনও জবাব দেননি মহিলা। তাঁকে নিজের আসনে ফিরে যেতে বলেন বিমানকর্মীরা।

আরও পড়ুন: AI Urinating - আরও এক প্রস্রাবকাণ্ডে এয়ার ইন্ডিয়ার ১০ লাখ টাকা জরিমানা! ঘোষণায় কী জানাল ডিজিসিএ?

ওই পুলিশ কর্তা জানিয়েছেন, বিমানকর্মীদের সেই আর্জির পর চিৎকার করতে থাকেন মহিলা। যা শুনে বিমানকর্মীদের মনে হয় যে মহিলা গালিগালাজ করছেন। সেইসময় ওই মহিলা এক বিমানকর্মীকে ঘুষি মারেন বলে অভিযোগ। অপর একজনের মুখে থুতু দেন বলে দাবি করা হয়েছে। তারপরই আরও কয়েকজন বিমানকর্মী সেখানে চলে আসেন। সেইসময় মহিলা পোশাক খুলতে শুরু করেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার শীর্ষকর্তারা বহুদিন ধরে জানতেন প্রস্রাব কাণ্ডের কথা, সামনে এল ইমেল

সেখানেই ওই মহিলার তাণ্ডব শেষ হয়নি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্তা। তিনি জানিয়েছেন, কিছুটা পোশাক খুলে অর্ধনগ্ন হয়ে মাঝ-আকাশের বিমানের মধ্যে হাঁটতে শুরু করেন ওই মহিলা। হতবাক হয়ে যান বিমানকর্মী এবং সহযাত্রীরা। কিছুক্ষণ ধরে সেই কাণ্ড চলতে থাকে। অনেক চেষ্টার পর মহিলাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন বিমানকর্মীরা। পরে ভোর ৪ টে ৫৩ মিনিটে মুম্বইয়ে বিমানটি অবতরণ করে। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সোমবার দুপুরে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে মুম্বই পুলিশ।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন