স্বামীর চিকিৎসার সময়ে পাশে এসে কেউ দাঁড়াননি তাঁর পরিবারের লোকেরা। এতদিন ধরে সেই রাগ তাঁর স্ত্রী পুষে রেখেছিলেন। স্বামীর মৃত্যুর পর সেই রাগ গিয়ে পড়ল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের উপর। চিকিৎসকদের ছুরি দিয়ে আঘাত করলেন ওই মহিলা। স্বাস্থ্য কর্মীরাও তাঁর হাত থেকে রক্ষা পাননি। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চাঁদপুরের সরকারি জেনারেল হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, দিন চারেক আগে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন দোলোয়ার হোসেন। গত শুক্রবার দুপুরে মারা যান তিনি। হাসপাতালের ওয়ার্ডে দোলোয়ারের সঙ্গেই ছিলেন স্ত্রী কুলসুমা। স্বামীর মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরিবারের কাউকে পাশে না পেয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। এর জেরেই ফল কাটার ছুরি দিয়ে চিকিৎসক ও নার্সদের আক্রমণ করে বসেন তিনি। সেই সঙ্গে ওয়ার্ডে থাকা অন্যান্য রোগীর পরিবারের সদস্যদেরও ভয় দেখান তিনি। মিনিট দশেক এই কাণ্ড ঘটানোর পর অজ্ঞান হয়ে পড়ে যান কুলসুমা। দোলোয়ানের ভাগ্নে নজরুল ইসলাম জানান, তাঁর মামা আগে কুয়োতে কাজ করতেন। সেখান থেকে তাঁর মামার শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে। ‘৪ দিন আগে মামাকে নিয়ে কোভিড ইউনিটে ভরতি করানো হয়েছিল। আসলে মানসিক অবসাদের কারণেই মামী এই কাণ্ড ঘটিয়েছেন।’
হাসপাতালের চিকিৎসক সুজাউদ্দোল্লা রুবেল জানিয়েছেন, গত শুক্রবার বেলা ১২টা নাগাদ মারা যান দোলোয়ার হুসেন। স্বামীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাঁর স্ত্রী। সেইজন্য তিনি এই কাজ করেছেন। পরিস্থিতি সামাল দিতে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। মানবিক কারণেই ওই মহিলার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন ওই চিকিৎসক।