আচমকাই ভিডিয়ো কল এসেছিল। অনেকের কাছেই ইদানিং এই ধরনের কল আসে। আর সেই ফাঁদে পা দিলে বিপর্যয়। সূত্রের খবর, গুরগাঁও -এর ২৫ বছর বয়সি এক যুবকের কাছে সেই রকম একটি ফোন এসেছিল। তিনি আবার এক অবসরপ্রাপ্ত বিচারপতির পুত্র। এদিকে সেই ভিডিয়ো কল তুলতেই তিনি দেখেন স্ক্রিনে ভেসে উঠেছে এক নগ্ন নারী। সেই ছবি দেখেই তিনি অজ্ঞান হয়ে যান।
এদিকে ওই ব্যক্তি নিজেও আইনজীবী। পুলিশ সূত্রে খবর,সাড়ে ৯টা নাগাদ তিনি বাবার অফিসে ছিলেন। সেই সময়ই ফোনটি আসে। আর তিনি দেখেন ফোনে এক নগ্ন নারী। ঠিক কী হয়েছিল ঘটনাটি?
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে ওই অভিযোগে উল্লেখ করা হয়েছিল, রাত সাড়ে ৯টা নাগাদ আচমকাই ফোন আসে। বাবার কাছেই বসেছিলেন আইনজীবী ছেলে। ভিডিয়োকলে দেখা যায় একটি মেয়ে জামাকাপড় খুলছে।এটা দেখেই অজ্ঞান হয়ে যান ছেলে। স্ক্রিন থেকেও তার চোখ সরে গিয়েছিল। কিন্তু তারপরই ক্রমাগত তার কাছে অশ্লীল ছবি আসতে শুরু করে। হুমকি দেওয়া হয় টাকা না দিলে সেই ছবি ছড়িয়ে দেওয়া হবে সোশ্য়াল মিডিয়ায়। এরপর আবার একটা হোয়াটস অ্য়াপ কল আসে তার কাছে।
প্রাক্তন বিচারপতির দাবি, আমার সম্মানকে নষ্ট করার জন্য মনে হয় কেউ এসব করেছে। হয়তো আমার মোবাইল নম্বরকে হ্যাক করা হয়েছিল। এরপর এসব করা হয়েছে। তোলাবাজির জন্য এসব করা হয়েছে বলে মনে হচ্ছে।
তবে এবারই প্রথম নয়। সম্প্রতি বহুজনের কাছে অজানা নম্বর থেকে এই ধরনের ফোন আসে। এরপর নগ্ন নারী ফাঁদে ফেলে তাদের। এরপরই শুরু হয় টাকা দেওয়ার জন্য চাপ। একেবারে চেনা ছক। পুলিশ ইতিমধ্য়েই তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। তবে এই ধরনের ফোন থেকে সতর্ক থাকার জন্য পুলিশের পক্ষ থেকে নানা ভাবে সতর্ক করা হয়।