HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > চলতি মাসেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, সিন্ডিকেটের আশঙ্কা কাটেনি

চলতি মাসেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, সিন্ডিকেটের আশঙ্কা কাটেনি

চার বছর বন্ধ থাকার পর গত বছরের ডিসেম্বরে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সমঝোতা স্মারক সই করলেও তার কী পদ্ধতিতে নেবে সেটা ঝুলে ছিল৷ গত জানুয়ারি মাসে মালয়েশিয়া বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সিকে নির্বাচিত করে বাংলাদেশকে জানালে বাংলাদেশ তাতে আপত্তি জানায়৷

প্রতীকী ছবি

চলতি জুন মাসেই মধ্যেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হবে৷ এক বছরের মধ্যে পাঠানো হবে দুই লাখ শ্রমিক৷ তবে সিন্ডিকেট না উন্মুক্ত পদ্ধতিতে কর্মী পাঠানোর সুযোগ থাকবে তা এখনো নিশ্চিত নয়৷

চার বছর বন্ধ থাকার পর গত বছরের ডিসেম্বরে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সমঝোতা স্মারক সই করলেও তার কী পদ্ধতিতে নেবে সেটা ঝুলে ছিল৷ গত জানুয়ারি মাসে মালয়েশিয়া বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সিকে নির্বাচিত করে বাংলাদেশকে জানালে বাংলাদেশ তাতে আপত্তি জানায়৷ বাংলাদেশ এভাবে সিন্ডিকেটের মাধ্যমে না পাঠিয়ে উন্মুক্ত পদ্ধতিতে শ্রমিক পাঠানোর পক্ষে অবস্থান নেয়৷ আর সেই প্রেক্ষাপটেই মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান ঢাকায় এসে বৃহস্পতিবার বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠক করেন৷ বৈঠক শেষে বিকেলে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ জানান,"চলতি জুন মাসেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে৷ আগামী পাঁচ বছরে তারা পাঁচ লাখ শ্রমিক নেবে৷ আমরা আশা করছি প্রথম বছরেই আমরা দুই লাখ কর্মী পঠাতে পারব৷"

এদিকে সিন্ডিকেট না উন্মুক্ত পদ্ধতিতে কর্মী নেয়া হবে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান বলেন,"আমরা মালয়েশিয়া গিয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব৷ আমাদের মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নেবে৷"

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জনশক্তি রপ্তানি নিয়ে কাজ করা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বৃহস্পতিবার মালয়েশিয়ার হাতে এক হাজার ৫২০ টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্টের তালিকা দেয়া হয়েছে৷ বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান,"এই তালিকা থেকে মালয়েশিয়া ঠিক করতে কাদের তারা সেখানে জনশক্তি রপ্তানির জন্য অনুমতি দেবে৷"

বাংলাদেশসহ ১৩টি দেশ থেকে মালয়েশিয়া জনশক্তি নেয়৷ কিন্তু বাংলাদেশ ছাড়া আর সব দেশ নিজেরাই রিক্রুটিং এজেন্ট ঠিক করে দেয়৷ বাংলাদেশ তার ব্যতিক্রম কেন? এর জবাবে ইমরান আহমেদ বলেন," আমাদের সঙ্গে মালয়েশিয়ার যে এমওইউ হয়েছে তাতে মালয়েশিয়া রিক্রুটিং এজেন্টদের বাছাই করবে বলা আছে৷"

বাংলাদেশের অধিকাংশ রিক্রুটিং এজেন্ট মনে করে ২৫টি প্রতিষ্ঠানের সিন্ডিকেট হলে অভিবাসন ব্যয় বেড়ে যাবে, বাংলাদেশ থেকে টাকা পাচার হবে এবং সরকার ক্ষতিগ্রস্ত হবে৷ রিক্রুটিং এজেন্টদের সংগঠন বায়রার সম্মিলিত ফ্রন্ট বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে,"এর মাধ্যমে সিন্ডিকেট ২৫ হাজার কোটি টাকা হাতিয়ে নেবে৷"

তাদের অভিযোগ,"২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিক রপ্তানির ফলে দেশের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে৷ তখন শ্রমিক রপ্তানি হওয়ার কথা ছিল ১৫ লাখ৷ কিন্তু হয়েছে মাত্র দুই লাখ ৭৪ হাজার ৫০০ জন৷ এতে করে নিশ্চিত চাকরির সুযোগ হারিয়েছে ১২ লাখ ২৫ হাজার কর্মী৷"

সংগঠনের সভাপতি ড. মোহাম্মদ ফারুক বলেন, "অভিবাসন ফি বাবদ নেয়ার কথা ছিল জন প্রতি এক লাখ ৬০ হাজার টাকা৷ কিন্তু নেয়া হয়েছে সাড়ে তিন থেকে চার লাখ টাকা৷ জনপ্রতি অতিরিক্ত দুই লাখ টাকা করে নেয়া হয়েছে৷ এভাবে প্রায় পাঁচ হাজার কোটি টাকার ওপরে বিদেশে পাচার করেছে ১০ সদস্যর সিন্ডিকেট৷ আর সেসময়ে ব্যবসা থেকে বঞ্চিত হয়েছে এক হাজার ২০০ বৈধ রিক্রুটিং এজেন্সি৷"

এখনো অভিবাসন প্রক্রিয়া চূড়ান্ত না হলেও সংশ্লিষ্টরা মনে করছেন মালয়েশিয়ার মন্ত্রী বৃহস্পতিবার যা বলেছেন তাতে সিন্ডিকেটের আভাসই দেয়া হচ্ছে৷ তবুও মালয়েশিয়ার মন্ত্রিসভা কী সিদ্ধান্ত নেয় সেদিকে তারা তাকিয়ে আছেন৷ তারা আশা করছেন মালয়েশিয়ার মন্ত্রিসভা প্রতারকদের পক্ষে সিদ্ধান্ত নেবে না৷

বায়রার সাবেক সভাপতি আবুল বাসার আশঙ্কা করছেন, এবার সিন্ডিকেট হলে ৩০ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হবে৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, সিন্ডিকেট হলে বঞ্চিত হবে প্রায় এক হাজার ৬০০ রিক্রুটিং এজেন্ট৷ তিনি বলেন," ২০১৮ সালে এই সিন্ডিকেটের কারণেই বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করে দিয়েছিলো মালয়েশিয়া৷ তারা তখন কাজ প্রার্থী মানুষের কাছে থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়৷ সেই সিন্ডিকেটের সদস্য ছিলো ১০-১২টি এজেন্সি৷ এখন আগেরগুলোসহ ২৫টি এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট করা হয়েছে৷ "

তার কথা,"ওই টাকা দেশের বাইরে পাচার হয়েছে৷ আর ওই সিন্ডিকেটের জন্যই বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করেছিলো মাহাথির মোহাম্মদ৷ সিন্ডিকেটের সাথে ওই দেশের কিছু প্রভাবশালী লোকও জড়িত৷ "

বৃহস্পতিবারের বৈঠকে অভিবাসন ব্যয় চূড়ান্ত হয়নি৷ তবে বাংলাদেশের মন্ত্রী বলেছেন,"আমরা চেষ্টা করছি সর্বনিম্ন পর্যায়ে রাখতে৷৷"

ব্র্যাকের অভিবাসন বিভাগের প্রধান শরিফুল হাসান বলেন," ১৯৭৮ সাল থেকে মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিক নেওয়া শুরু করে৷ এরপর বেশ কয়েকবার তারা শ্রমিক নেয়া বন্ধ করে সিন্ডিকেটের অভিযোগ তুলে৷ ২০১৮ সালেও একই অভিযোগে বন্ধ করা হয়৷ গত ডিসেম্বরে শ্রম বাজার উন্মুক্ত হওয়ার পর কিন্তু সেই মালয়েশিয়ার মন্ত্রী গত জানুয়ারি মাসে ২৫টি প্রতিষ্ঠানের নাম পাঠায় বাংলাদেশের কাছে৷ তাহলে এই সিন্ডিকেটের সঙ্গে তারও জড়িত৷ যদি আবার সিন্ডিকেট হয় আর সামনের নির্বাচনে মালয়েশিয়ার এই সরকার ক্ষমতায় না থাকে তাহলে বাংলাদেশ থেকে আবার শ্রমিক নেয়া বন্ধ করে দিতে পারে দেশটি৷"

মালয়েশিয়ার মন্ত্রীর বৃহস্পতিবারের বক্তব্যকেও সিন্ডিকেটের পক্ষে বলে মনে করেন তিনি৷ তার কথা, "১৩টি দেশের মধ্যে ১২টি দেশ উন্মুক্ত পদ্ধতিকে লোক পাঠায় মালয়েশিয়ায়৷ বাংলাদেশের ব্যাপারে কেন তারা নির্ধারণ করে দেবে৷"

তিনি মনে করেন," মালয়েশিয়া বাংলাদেশের ব্যাপারে কোনো নিয়ম নীতি মানছে না৷ বাংলাদেশ সরকারের উচিত শক্ত অবস্থানে যাওয়া৷"

বিএমইটির হিসাব মতে এর আগে মালয়েশিয়ায় বৈধভাবে প্রায় ১১ লাখ বাংলাদেশি কর্মী গেছেন৷

ঘরে বাইরে খবর

Latest News

মুম্বইচা রাজা রোহিত শর্মা- ওয়াংখেড়েতে স্লোগান দিয়ে ভাইরাল ম্যাথু হেডেন কন্যা সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল আজ বৃষ্টি পুরো বাংলায়, ৪০ কিমিতে ঝড়, শুক্রে আরও বাড়বে দুর্যোগ! কোথায় বেশি হবে? মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল RR-কে হারিয়ে উত্থান DC-র, দুইয়েই থাকলেন সঞ্জুরা, চার দলের ১২ পয়েন্ট, জমেছে লড়াই রাত পেরোলেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ! HT বাংলায় এক ক্লিকেই দেখুন রেজাল্ট ভাইপোকে ‘রাজনৈতিক উত্তরসূরী’র পদ থেকে সরালেন মায়াবতী, বাংলার ঠিক উলটো! সঞ্জুর লড়াই জলে গেল, ২০ রানে হারল রাজস্থান, দিল্লি জিতে সুবিধে করে দিল KKR-এর আইসিএসই, আইএসসিতে নজর কাড়ল শিলিগুড়ি-জলপাইগুড়ি, বিহার থেকে বাংলায় এসে সাফল্য দেবের চেয়ে উচ্চশিক্ষিত,রয়ছে PhD ডিগ্রি! BJP-র হিরণের মাথায় কোটি টাকার দেনা

Latest IPL News

মুম্বইচা রাজা রোহিত শর্মা- ওয়াংখেড়েতে স্লোগান দিয়ে ভাইরাল ম্যাথু হেডেন কন্যা সঞ্জুর লড়াই জলে গেল, ২০ রানে হারল রাজস্থান, দিল্লি জিতে সুবিধে করে দিল KKR-এর BCCI-এর সঙ্গে কথা বলবেন না- বোর্ডের নামে আতঙ্কিত হর্ষিত সাবধান করলেন কোচকে ৪-৪-৪-৬-৪-৬- ম্যাকগার্কের পিটুনি,১৯বলে অর্ধশতরান করে অনন্য নজির গড়লেন DC-র তরুণ IPL 2024: ভক্তের আইফোন ভেঙে ফেললেন মিচেল,পরিবর্তে ক্ষমা চেয়ে দিলেন উপহার- ভিডিয়ো T20 WC-এর কথা মাথায় রেখে কি বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে? সম্ভাবনা ওড়ালেন পোলার্ড জিতলে গম্ভীরের প্রশংসা, হারলে কেন দোষী শ্রেয়স? KKR সমর্থকদের আচরণে প্রশ্ন বিশপের CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার,শীঘ্রই যোগ দিতে চলেছেন দলে মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ ধোনির কথা মনে করলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ