ইদের আনন্দের মধ্যে একটি হল নতুন পোশাক। পবিত্র রমজান মাস শেষে ইদ-উল-ফিতরের প্রস্তুতি তুঙ্গে। উত্সবের দিন কেমন সাজবেন, তা এখনও ঠিক করে উঠতে পারেননি? সেক্ষেত্রে এই গ্যালারি আপনার জন্য।
1/6বলি তারকাদের সাজান নামী ফ্যাশান স্টাইলিস্টরা। তাই তাঁদের থেকে অনুপ্রাণিত হয়ে সাজলে ভালই দেখাবে। এই গ্যালারিতে রইল তারা সুতারিয়া থেকে সারা আলি খানের কিছু সুন্দর ইদ লুক। এগুলি দেখে আপনার মন মতো সেজে ফেলুন। ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
2/6হুমা কুরেশিকে অনুসরণ করুন। এই আইভরি লেহেঙ্গা সেটটি ঈদের জন্য সেরা। আর হুমার মতো এক জোড়া বড় কানের দুল কিন্তু ভুলবেন না। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
3/6ইদে একটু হালকা রঙই সুন্দর লাগে। তবে অনেকে একটু রঙিন পছন্দ করেন। সেক্ষেত্রে সারা আলি খানের এই মিষ্টি লুকটি বেছে নিতে পারেন। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
4/6গরমের জন্য সেরা। কিন্তু তা সত্ত্বেও বেশ রাজকীয়, মার্জিত৷ স্কার্ফ সহ এই লেহেঙ্গা পোশাকটি সকলের নজর কারতে বাধ্য। আর এতে কৃতি স্যাননকে কিন্তু দারুণ লাগছে, কী বলেন? ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
5/6ইদে নিজেকে সাজান তারা সুতারিয়ার মতো। লাল এবং সোনালি রঙ সবসময়েই এক রাজকীয় ভাব এনে দেয়। সেই সঙ্গে চুলে গোলাপফুল এবং স্টেটমেন্ট গয়না পরতে ভুলবেন না। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
6/6জাহ্নবী কাপুরের এই রয়্যাল ব্লু আনারকলি সেটটি ঠিক যেন ইদের রাতের আকাশ। রঙিন, গর্জাস পোশাক চাইলে এমন রঙ বেছে নিতে পারেন। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)