7th Pay Commission Honorarium for LS Vote: ভোটের কাজ করা কর্মীদের সপ্তম পে কমিশনের অনুপাতে বেতন, বিজ্ঞপ্তি এই রাজ্যের
Updated: 17 Mar 2024, 05:07 PM ISTভোটের কাজে নিযুক্ত থাকা পুলিশকর্মীদের সপ্তম বেতন কমিশনের অনুপাতেই বেতন দেওয়া হবে বলে ঘোষণা করা হল এই রাজ্যে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৯ সালে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পাওয়া যে সকল পুলিশকর্মীরা ভোটের ডিউটিতে ছিলেন তাঁদের সপ্তম বেতন কমিশনের অনুপাতে টাকা দেওয়া হবে।
পরবর্তী ফটো গ্যালারি